সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
হোমখবরআন্তর্জাতিকনারী সাংবাদিককে হেনস্তা, ট্রাম্পের সাফাই গাইলো হোয়াইট হাউজ

নারী সাংবাদিককে হেনস্তা, ট্রাম্পের সাফাই গাইলো হোয়াইট হাউজ

সংবাদ ডেস্ক

সম্পর্কিত সংবাদ

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে অস্বস্তিকর প্রশ্ন করায় চটে যাওয়ার ঘটনা নতুন কিছু নয়। সর্বশেষ এক ঘটনায় নারী সাংবাদিককে অপমানজনক ভাষায় কথা বলে আবারও সমালোচনা উসকে দিয়েছেন তিনি। তবে তার কাজে সমর্থন জানিয়ে বক্তব্য দিয়েছে হোয়াইট হাউজ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। গত সপ্তাহে এয়ার ফোর্স ওয়ানে মার্কিন যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনকে নিয়ে প্রশ্ন করলে ক্ষেপে যান ট্রাম্প। সম্প্রতি প্রকাশিত এক মেইল ঘেটে ধারণা করা হচ্ছে, এপস্টেইনের ব্যবসা নিয়ে পুরো অবগত ছিলেন ট্রাম্প।

এ বিষয়ে প্রশ্ন করতেই ওই নারীর দিকে আঙুল তুলে শাসানোর ভঙ্গিতে ট্রাম্প বলেন, চুপ কর, শু…র বা… (কোয়ায়েট, পিগি)। পরে ওই ঘটনার ভাইরাল হলে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। তবে তার প্রতিক্রিয়াকে ট্রাম্পের স্পষ্টভাষিতা এবং স্বচ্ছতার প্রতিফলন বলে সাফাই গাইছে হোয়াইট হাউজ। গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে প্রশ্ন করা হলে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিয়াভিট বলেন, মার্কিনিরা ট্রাম্পকে তার সরল স্পষ্টভাষিতার জন্যই পুনর্নির্বাচিত করেছেন এবং সাংবাদিকদের তার প্রশ্নের উত্তরের প্রতি উন্মুক্ততাকে মূল্যায়ন করা উচিত।

লিয়াভিট বলেন, ট্রাম্প মিথ্যা খবর দেখলে তা চিহ্নিত করেন এবং ভুল তথ্য ছড়ানো সাংবাদিকদের কারণে বিরক্ত হন। তিনি সংবাদমাধ্যমকে নজিরবিহীন প্রবেশাধিকার দেন এবং প্রায় প্রতিদিনই প্রশ্নের উত্তর দেন।

অবশ্য, হেনস্তার শিকার নারী সাংবাদিকের কোনো ভুল তথ্য দেয়ার বিষয়ে লিয়াভিট কোনো কিছু খোলাসা করেননি।

গত মঙ্গলবার ওভাল অফিসে ট্রাম্প আরেক নারী সাংবাদিককে ‘এক ভয়ংকর মানুষ’ বলে কটাক্ষ করেন। যুক্তরাষ্ট্রে সফররত সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে সাংবাদিক জামাল খাশোগজি হত্যাকাণ্ড এবং এপস্টেইন ফাইল প্রকাশ না করা নিয়ে প্রশ্ন করা হলে ওই প্রতিক্রিয়া দেখান তিনি।

গত বুধবার ট্রাম্প দীর্ঘদিনের এপস্টেইন তদন্তের নথিপত্র প্রকাশের নির্দেশ দিয়ে একটি বিল স্বাক্ষর করেন। নির্বাচিত হওয়ার আগে ওই ফাইল প্রকাশের অঙ্গীকার করলেও, মাঝে গড়িমসি শুরু করেছিলেন তিনি।

সোসাইটি অব প্রফেশনাল জার্নালিস্টস (এসপিজি) চলতি সপ্তাহে এক বিবৃতিতে সাংবাদিকদের প্রতি ট্রাম্পের অবমাননাকর ভাষার নিন্দা করেছে এবং উল্লেখ করেছে যে নারীদের হেয় করতে ভাষা ব্যবহার করার একটি ইতিহাস রয়েছে তার। অথচ হোয়াইট হাউজের দিক থেকে আগের মন্তব্য ছাড়া “পিগি” মন্তব্য নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এসপিজির নির্বাহী পরিচালক ক্যারোলিন হেনড্রি বলেন, কেউই আশা করে না যে প্রেসিডেন্টরা সাংবাদিকদের বড় সমর্থক হবেন। কিন্তু নারী সাংবাদিকদের লক্ষ্য করে অপমানজনক ভাষা ব্যবহার অগ্রহণযোগ্য।

সম্প্রতি

আরও খবর