সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
হোমখবরসারাদেশগজারিয়ায় মেঘনা নদীতে ভাসমান অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

গজারিয়ায় মেঘনা নদীতে ভাসমান অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

প্রতিনিধি, গজারিয়া (মুন্সীগঞ্জ)

সম্পর্কিত সংবাদ

মুন্সীগঞ্জের গজারিয়ার বালুয়াকান্দীসংলগ্ন মেঘনা নদী থেকে গলায় রশি বাঁধা ভাসমান এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার (২২ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামসংলগ্ন নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় লোকজন জানান, বিকেলে নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে তারা নৌ-পুলিশকে খবর দেন। নৌ-পুলিশ লাশ উদ্ধার করে। যুবকের বয়স আনুমানিক ২৫-৩০ বছর হবে বলে ধারণা করছে পুলিশ। লাশের গলায় রশি বাঁধা ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, যুবককে হত্যার পর লাশ নদীতে ফেলে দেয়া হতে পারে।

গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ বলেন, লাশটি ৩-৪ দিনের মতো পুরনো মনে হচ্ছে। এখনও তার পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্ত ও ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্প্রতি

আরও খবর