ঢাকার কদমতলীর জুরাইন চেয়ারম্যান বাড়ি এলাকায় এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন বলে জানিয়েছে পুলিশ।
গুলিবিদ্ধ যুবকের নাম মোহাম্মদ শাহীন (৩১)। তিনি কদমতলী এলাকায় একটি আসবাবপত্রের দোকানে কাজ করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, চিকিৎসকের বরাতে জানা গেছে শাহীনের অবস্থা আশঙ্কাজনক এবং তাকে নিবিড় পরিচর্যার আওতায় রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ ঘটনায় কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) মো. সাফায়েত হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক কারবারকে কেন্দ্র করে দুই পক্ষের দ্বন্দ্বের জেরে শাহীনকে গুলি করা হয়েছে। উভয় পক্ষই এলাকায় মাদক কারবার এবং সেবনের সঙ্গে জড়িত। পূর্বশত্রুতার কারণে এই গুলির ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
অাহত শাহীনকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী মোহাম্মদ মোহন বলেন, সন্ধ্যার দিকে কে বা কারা জুরাইন চেয়ারম্যান বাড়ি এলাকায় শাহীনকে লক্ষ্য করে মাথার পিছনে গুলি করে দ্রুত পালিয়ে যায়।



