মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
হোমখবরসারাদেশসড়ক দুর্ঘটনায় চাচা ভাতিজার মৃত্যু

সড়ক দুর্ঘটনায় চাচা ভাতিজার মৃত্যু

প্রতিনিধি, রাউজান-হাটহাজারী (চট্টগ্রাম)

সম্পর্কিত সংবাদ

চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় ইফতেখার রাহাত (৩০) ও আবিদুল হাসান (৩৫) নামের দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচা ভাতিজা। রোববার, ২৩ নভেম্বর ২০২৫ ভোর রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে হাটহাজারী থানাধীন চিকনদন্ডী ইউনিয়নের লালিয়ারহাটস্থ মিস্ত্রি ঘাটা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত রাহাত হাটহাজারী পৌরসভার আলীপুরস্থ চাঁনগাজী চৌধুরী বাড়ির শিক্ষক ইউছুপের ছেলে এবং আবিদুল হাসান ওই বাড়ির মৃত নুর আহমদ চৌধুরীর ছেলে। জানাযায়, রাতে আবিদুল হাসান অসুস্থ হয়ে পড়লে রাহাত তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে রেফার করেন। চমেক থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে উল্লেখিত স্থান অতিক্রম করার সময় সড়ক তাদের বহনকারী সিএনজি চালিত অটোরিকশাটি দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলে রাহাত এবং চমেক নেয়ার পথে হাসানের মৃত্যু হয়। এই ঘটনায় আরো একজন আহত হয়েছেন।রাউজান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত সিএনজিটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্প্রতি

আরও খবর