হবিগঞ্জের বানিয়াচঙ্গের পৈলারকান্দি গ্রামের হাওরের একটি বিলে পাটিবান দেওয়া নিয়ে বিরোধের জের ধরে মাহফুজ মিয়া নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনাকে করে গ্রামে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হলেন পৈলারকান্দি গ্রামের লিবাস মিয়ার ছেলে মাহফুজ মিয়া (৪৫)। পুলিশ ও নিহতের স্বজনদের সূত্র জানায়, বর্ষার পানি কমে যাওয়ায় সম্প্রতি পৈলারকান্দি গ্রামের মাহফুজ মিয়া স্থানীয় হাওরের একটি বিলের সামনে মাছ শিকারের জন্য বাঁশের তৈরী পাটি দিয়ে বান দেন। এ সময় একই গ্রামের সিরাজ মিয়া ছেলে এহিয়া, মারুফ, সাকলাইন মিয়া তাকে বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ তৈরী হয়। শনিবার রাত ১০টার পাশ্ববর্তী বসন্তপুর গ্রাম থেকে মাহফুজ মিয়া ফিরছিলেন। এ সময় পথি মধ্যে তারা মাহফুজকে আটক করে তার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা তাকে কুপিয়ে ক্ষবিক্ষত করে রাস্তায় ফেলে যায়। পরবর্তীতে মাহফুজ মিয়ার স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে রাতে আড়াইশ শয্যা বিশিষ্ট হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ দিকে মাহফুজ মিয়ার মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে তার পক্ষের লোকজনদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এতে এলাকাবাসী আবারও দু’পক্ষের মধ্যে বড় ধরণের সংঘর্ষের আশংকা করছেন। রোববার সকালে নিহত মাহফুজের লাশের সুরতহাল রিপোর্ট তৈরী ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মিজানুর রহমান জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান চলছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।



