মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
হোমখবরসারাদেশনবীনগর প্রেসক্লাবে ৪০ বছর পদার্পণ অনুষ্ঠিত

নবীনগর প্রেসক্লাবে ৪০ বছর পদার্পণ অনুষ্ঠিত

প্রতিনিধি,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

সম্পর্কিত সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাব তার দীর্ঘ পথচলায় ৪০ বছরে পদার্পণ করেছে। এই উপলক্ষে গতকাল (২২/১১/২৫) প্রেসক্লাবে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে কেক কেটে এবং আতশবাজি ফুটিয়ে আনন্দ উল্লাসে দিনটি উদযাপন করেন সাংবাদিকরা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর। সভার সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি। সহ-সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের উপদেষ্টা আবু কামাল খন্দকার, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, সিনিয়র সহ-সভাপতি মো. তাজুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি জহিরুল ইসলাম বুলবুল, সাবেক সভাপতি শ্যামা প্রশাদ চক্রবর্তী শ্যামল, সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ, সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম মিনাজ, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল, সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সাবেক সহ-সভাপতি ইব্রাহীম খলিল, অর্থ সম্পাদক মো. মনিরুল ইসলাম বাবু, সাংবাদিক শাহনূর খান আলমগীর, মিঠু সূত্রধর পলাশ, আবু কাউছার, জামাল হোসেন পান্না, মোহাম্মদ আবদুল হাদী, মাহবুবুর রহমান ও তানজিনা আক্তার শিলা প্রমুখ। সভায় বক্তারা প্রেসক্লাবের চার দশকের যাত্রাপথ, স্থানীয় সাংবাদিকতার সার্থকতা ও ব্যর্থতা তুলে ধরেন এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় প্রেসক্লাবের অবদানকে বিশেষ ভাবে প্রশংসা করেন।

অনুষ্ঠানের শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সম্প্রতি

আরও খবর