চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে দুবাই থেকে দেশে ফেরা দুই যাত্রীর ব্যাগ থেকে প্রায় দুই শত কার্টুন সিগারেট ও আমদানি নিষিদ্ধ ক্রিম জব্দ করেছে কাস্টমস শাখা, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং কাস্টমস ইন্টেলিজেন্স।
গতকাল শনিবার সকালে দুবাই থেকে আসা দুই যাত্রীর ব্যাগ তল্লাশি করে এসব পণ্য জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট ইএ ১৪৮’র দুইজন যাত্রী মো. ফখরুল ইসলাম (পাসপোর্ট: এ ০২০৬৬২৬১) এবং মো. আশরাফুল ইসলামের (পাসপোর্ট: এ ০০৫১৯১৩০) ব্যাগ তল্লাশি করে ১৯৯ কার্টুন মন্ড সিগারেট ও আমদানি নিষিদ্ধ ক্রিম ২৫০ পিস গৌরী ক্রিম পাওয়া যায়। জব্দ করা এসব সিগারেটের ডিএম মূল্য বাবদ ৬ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা।
তিনি আরও জানান, জব্দ করা সিগারেট ও ক্রিমগুলো চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। শুল্ক ফাঁকি দিয়ে বিদেশ থেকে এসব পণ্য আনা হচ্ছিল। তবে আটক করা যাত্রীদের বিমানবন্দর কাস্টমস শাখা কর্তৃক মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।



