সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
হোমখবরসারাদেশপটুয়াখালী প্রেসক্লাবের হীরক জয়ন্তী আনন্দোৎসব

পটুয়াখালী প্রেসক্লাবের হীরক জয়ন্তী আনন্দোৎসব

প্রতিনিধি, পটুয়াখালী

সম্পর্কিত সংবাদ

দিনভর নানা বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজনে উদ্যাপিত হয়েছে পটুয়াখালী প্রেসক্লারের গৌরবময় ৬৪ বছর পূর্তি হীরক জয়ন্তী। গতকাল শনিবার সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জাতীয় সংগীতের মাধ্যমে দিনটির শুভ সূচনা করা হয়। এরপর বর্নাঢ্য শোভাযাত্রা, শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে হীরক জয়ন্তী উৎসবে প্রেসক্লাব প্রতিষ্ঠার ৬৪ বছর স্মৃতি চারণসহ বিভিন্ন কর্মকান্ড শুরু করা হয়।

অনুষ্ঠনের প্রথমার্ধে আলোচনা সভায় শুরুতে একাত্তরের মুক্তি সংগ্রামে আত্মউৎসর্গকারী বীর শহীদদের ও ২০২৪’র শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত অতিথিবৃন্দ ও প্রেসক্লাব সদস্যবৃন্দ। প্রেসক্লাব আহবায়ক মো. জাকির হেসেনের সভাপতিত্বে সঞ্চালনা ছিলেন সদস্য সচিব অধ্যাপক গোলাম রহমান।

এ বর্নাঢ্য অনুষ্ঠানের আলোচনা সভায় সন্মানিত অতিথি হয়ে বক্তব্য রাখেন, সাবেক সরাষ্ট্রমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্সাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তারেক হাওলাদার, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি, সাধারণ সম্পাদক এ্যাড. মজিবুর রহমান টোটন, সহ-সভাপতি মাকসুধ আহমেদ বায়জিদ পান্না, এবি পার্টির কেন্দ্রিয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) ডা. ওহাব মিনার, সাবেক মেয়র মোস্তাক আহমেদ পিনু। আরো বক্তব্য রাখেন, প্রেসক্লাব সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার রক্ষিত, গোলাম কিবরিয়া এবং কাজী শামসুর রহমান ইকবাল প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আইনজীবী, সাঙাস্কৃতিক ও সাহিত্যিক, ব্যাবসায়ী ও প্রেসক্লাব সাংবাদিক ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

সম্প্রতি

আরও খবর