বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬
হোমবিনোদনঅন্যান্যমিম জানান এবার ফিরছেন কাজে

মিম জানান এবার ফিরছেন কাজে

বিনোদন প্রতিবেদক

সম্পর্কিত সংবাদ

টানা দুই বছর হলো পর্দায় নেই ঢাকাই সিনেমার নায়িকা বিদ্যা সিনহা মিম। শেষ তাকে দেখা গেছে জিতের বিপরীতে ‘মানুষ’ সিনেমাতে, দুই বছর আগে। এরপর বলতে গেলে সেভাবে তাকে আর পর্দায় পাওয়া যায়নি । অবশেষে ভক্তদের জন্য এলো সুখবর। জানান দিলেন, এবার তার ফেরার পালা। লম্বা বিরতি ভেঙে ফিরছেন জনপ্রিয় এই নায়িকা। সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়ে তিনি জানান, নতুন বছরেই সিনেমা হলে নতুন কাজ নিয়ে হাজির হবেন। চলছে তারই জোর প্রস্তুতি। ২০২৬ সালকে নিজের কামব্যাকের বছর হিসেবে দেখছেন মিম।খবর মিলছে, নাম-পরিচয় প্রকাশ না করলেও এরই মধ্যে একটি বিশেষ সিনেমা ও একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন মিম। যদিও এ বিষয়ে এখনই টুঁ-শব্দটিও করতে রাজি নন মিম। বললেন, ‘সময় হলে সব জানাবো।’ এটুকু স্পষ্ট করেছেন, দুই বছরে তার কোনও কাজ মুক্তি না পেলেও প্রস্তাবের ঘাটতি ছিল না। তিনি ইচ্ছে করেই সময় নিয়েছেন, কারণ তার লক্ষ্য ছিল ভালো মানের প্রজেক্টে কাজ করা।

সম্প্রতি

আরও খবর