বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬
হোমখবরসারাদেশ৫৯ বিজিবি’র অভিযানে নেশাজাতীয় টেনসিউইন ট্যাবলেট উদ্ধার

৫৯ বিজিবি’র অভিযানে নেশাজাতীয় টেনসিউইন ট্যাবলেট উদ্ধার

জেলা বার্তা পরিবেশক, চাঁপাইনবাবগঞ্জ

সম্পর্কিত সংবাদ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) সদস্যরা ৩১৯০ পিস টেনসিউইন ট্যাবলেট উদ্ধার করেছে। গত শনিবার গভীর রাতে আখ ক্ষেতে এ অভিযান চালায় চাঁনশিকারী বিওপি সদস্যরা। ৫৯ বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে অভিযানস্থলে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট মজুদ রয়েছে এবং চোরাকারবারীরা সুযোগ বুঝে দেশের অভ্যন্তরে পাচার করবে। এ তথ্যের ভিত্তিতে চাঁনশিকারী বিওপি’র বিশেষ টহল দল শনিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে সীমান্ত পিলার ১৯৬/৫-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট উপজেলার চামুচা গ্রামস্থ একটি আখ ক্ষেতে পরিচালনা করে এবং আখক্ষেতে তল্লাশী চালিয়ে একটি প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় থাকা ৩১৯০ পিস ভারতীয় নেশাজাতীয় টেনসিউইন ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত ট্যাবলেটগুলো সাধারণ ডায়েরীর মাধ্যমে ভোলাহাট থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বলেন, মাদকসহ সকল ধরনের চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বান্তায়নের লক্ষ্যে বিজিবি’র কার্যক্রম চলমান রয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্প্রতি

আরও খবর