বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬
হোমখবরঅর্থ-বাণিজ্যঅপরিহার্য না হলে নির্বাচন পর্যন্ত বিদেশ যেতে পারবেন না ব্যাংক কর্মকর্তারা

অপরিহার্য না হলে নির্বাচন পর্যন্ত বিদেশ যেতে পারবেন না ব্যাংক কর্মকর্তারা

অর্থনৈতিক বার্তা পরিবেশক

সম্পর্কিত সংবাদ

সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীসহ সব পর্যায়ের কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে কড়াকড়ি আরোপ করল বাংলাদেশ ব্যাংক। বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ একটি পরিপত্র জারি করে এই নির্দেশনা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পরিপত্রে অবশ্য বলা হয়েছে, অপরিহার্য কারণে বিদেশ ভ্রমণ করা যাবে।

বাংলাদেশ ব্যাংক বলছে, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত ব্যাংক-কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের একান্ত অপরিহার্য কারণ ব্যতিরেকে বহিঃবাংলাদেশ, বিদেশ ভ্রমণ পরিহার করার নির্দেশনা প্রদান করা হল।’

সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান প্রধানের কাছে পরিপত্রটি পাঠিয়ে দিয়েছে ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা কেন্দ্রীয় ব্যাংক। বিদেশ ভ্রমণের নীতিমালা অনুযায়ী, কোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যানের বিদেশ ভ্রমণের সময়ে কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হয়। আর ব্যবস্থাপনা পরিচালকদের অনুমতি নিয়ে বিদেশ ভ্রমণ করার বাধ্যাবাধকতা আছে ব্যক্তিগত ও দাপ্তরিক দুই প্রয়োজনেই। কর্মকর্তা পর্যায়ে বিদেশ ভ্রমণে ছুটি বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকের ব্যবস্থাপনা সিদ্ধান্ত দিয়ে থাকেন।

নতুন নির্দেশনা অনুযায়ী, সুর্নিদিষ্ট ও আবশ্যকীয় ছাড়া সব পর্যায়ের কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে লাগাম টানল কেন্দ্রীয় ব্যাংক। পরিপত্র জারির দিন অর্থাৎ এদিন থেকে এ নির্দেশনা কার্যকর হবে বলে জানানো হয়েছে।

সম্প্রতি

আরও খবর