নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির মামলায় আকাশ টিভির ‘সাংবাদিক’ আকাশ নিবিড়কে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন বৃহস্পতিবার, (২৭ নভেম্বর ২০২৫)জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সাইবার সুরক্ষা আইন লঙ্ঘন এবং চাঁদাবাজির অভিযোগ এনে গত ২১ নভেম্বর আকাশসহ তিনজনের বিরুদ্ধে বনানী থানায় এ মামলা করেন তনি। বাকি দুই আসামি হলেন- মহয়া খাতুন ওরফে মৌ সুলতানা এবং তানিয়া। গতকাল বুধবার রাত পৌনে ১১টার দিকে মগবাজারের মধুবাগ রোড থেকে আকাশকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার, তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই মো. এমদাদুল হক।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী শামীম মিয়া জামিন চেয়ে আবেদন করেন। বাদীপক্ষের আইনজীবী জান্নাতুল ফেরদৌস জান্নাত জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় বলে প্রসিকিউশন পুলিশের এসআই মোক্তার হোসেন জানান।
মামলায় বলা হয়, আসামিরা বেশ কিছুদিন ধরে তনি এবং তার পরিবারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ‘অশালীন, মিথ্যা, বিভ্রান্তিমূলক’ পোস্ট দিয়ে তার ‘সম্মানহানী’ করে আসছিল। গত ২১ জুন মৌ সুলতানার ফেইসবুক আইডি থেকে তনি ও তার পরিবারকে নিয়ে ‘অশ্লীল কথাবার্তা দিয়ে তৈরি’ একটি ভিডিও পোস্ট করা হয়।



