পাবনার চাটমোহরে বিএনপি’র দলীয় প্রার্থী পরিবর্তনের দাবিতে পাবনা-৩ নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য ও চাটমোহর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কে এম আনোয়ারুল ইসলাম ও সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক সদস্য সচিব এইচ ইসলাম হীরার নেতৃত্বে বিশাল মশাল মিছিল করেছে বিএনপি’র এক অংশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পরে মিছিলটি বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে বালুচর খেলার মাঠে গিয়ে শেষ হয়। এ সময় বিএনপি’র বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা পাবনা তিন নির্বাচনী এলাকায় বর্তমান প্রার্থী হাসান জাফির তুহিনকে পরিবর্তন করে চাটমোহর থেকে বিএনপি’র কোন দলীয় প্রার্থী মনোনয়নের আহ্বান জানান কেন্দ্রীয় কমিটির কাছে।



