বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬
হোমখবরসারাদেশবিএনপি’র প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

বিএনপি’র প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

প্রতিনিধি, চাটমোহর (পাবনা)

সম্পর্কিত সংবাদ

পাবনার চাটমোহরে বিএনপি’র দলীয় প্রার্থী পরিবর্তনের দাবিতে পাবনা-৩ নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য ও চাটমোহর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কে এম আনোয়ারুল ইসলাম ও সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক সদস্য সচিব এইচ ইসলাম হীরার নেতৃত্বে বিশাল মশাল মিছিল করেছে বিএনপি’র এক অংশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পরে মিছিলটি বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে বালুচর খেলার মাঠে গিয়ে শেষ হয়। এ সময় বিএনপি’র বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা পাবনা তিন নির্বাচনী এলাকায় বর্তমান প্রার্থী হাসান জাফির তুহিনকে পরিবর্তন করে চাটমোহর থেকে বিএনপি’র কোন দলীয় প্রার্থী মনোনয়নের আহ্বান জানান কেন্দ্রীয় কমিটির কাছে।

সম্প্রতি

আরও খবর