বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬
হোমখবরখেলাএশিয়া কাপের কাছাকাছি বাংলাদেশ

এশিয়া কাপের কাছাকাছি বাংলাদেশ

ক্রীড়া বার্তা পরিবেশক

সম্পর্কিত সংবাদ

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের বিজয় রথ ছুটছেই । টানা চার ম্যাচে জিতেছেন লাল সবুজের যুবারা। শুক্রবার,(২৮ নভেম্বর ২০২৫) চীনের চংকিনে অনুষ্ঠিত ম্যাচে বাহরাইনকে ২-১ গোলে হারিয়েছে তারা। বাংলাদেশের হয়ে বায়েজিদ ও মানিক একটি করে গোল করেন।

এএফসি অ-১৭ টুর্নামেন্ট বাছাইয়ের প্রতি গ্রুপ চ্যাম্পিয়ন আগামী বছর সৌদি আরবে মূল পর্বে খেলবে। এ গ্রুপে বাংলাদেশ চার জয় শেষে ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে।

বাংলাদেশ প্রথম তিন ম্যাচ পূর্ব তিমুর, শ্রীলঙ্কা ও ব্রুনাইয়ের সঙ্গে বেশ সহজেই জিতেছিল। তিন ম্যাচে ১৮ গোল করেছিল। কাল অবশ্য বাহরাইনের বিপক্ষে জয় পেতে বেশ কষ্টই হয়েছে ফয়সালদের। প্রথমার্ধে বাংলাদেশ একাধিক ফ্রি-কিক ও কর্নার পেলেও কোনোটিই গোল করতে পারেনি। ২০ ও ২৮ মিনিটে রিফাত কাজী দুটি গোলের সুযোগ মিস করেন। ৩৪ মিনিটে বাংলাদেশের গোলকিপার একটি ভালো সেভ করেন। পরবর্তীতে ডিফেন্ডার কামাল গোললাইন থেকে বল ক্লিয়ার করে দলকে গোল হজমের হাত থেকে রক্ষা করেন। ম্যাচের তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৪৭ মিনিটে মানিক দারুণ একটি ক্রস দেন, রিফাত শট নিলেও বাহরাইনের গোলরক্ষক তা রুখে দেন। ৫৯ মিনিটে সাব্বিরের লম্বা থ্রো-ইন বাহরাইন ডিফেন্ডাররা ক্লিয়ার করতে ব্যর্থ হলে বায়জিত বল পেয়ে শট নিয়ে গোল করেন (১-০)। ৭২ মিনিটে ফয়সাল অসাধারণ একটি পাস দেন মানিককে। মানিক বল নিয়ন্ত্রণে নিয়ে দুর্দান্ত একটি লম্বা শটে দর্শনীয় গোল করেন (২-০)। ৮৫ মিনিটে হোসেন জুবায়ের বাহরাইনের হয়ে একটি গোল করেন (১-২)। ম্যাচের বাকি সময় বাংলাদেশ সর্তকতামূলক ফুটবল খেলে। এতে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয়।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ জিতে বাংলাদেশ অ-১৭ দলের হেড কোচ গোলাম রব্বানী ছোটন বেশ উচ্ছ্বসিত। তিনি চীন থেকে এক ভিডিও বার্তায় বলেন, ‘আজ (শুক্রবার) আমাদের কঠিন ম্যাচ ছিল।

বাহরাইন অনেক শক্তিশালী দল, তাদের ফুটবল ঐতিহ্য ভালো। তাদের বিপক্ষে আমাদের ছেলেরা জয়লাভ করে ইতিহাস তৈরি করলো। শুরু থেকে আক্রমণাত্মক ও ভালো ফুটবল খেলেছে। প্রথমার্ধে গোল না পেলেও দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়। অনেক সুযোগ তৈরি করে, দুই গোলে এগিয়ে যায়। পরবর্তীতে এক গোল হজম করলেও সাহস এবং ধৈর্যর সঙ্গে খেলা শেষ করেছে। এজন্য ছেলেদের ধন্যবাদ জানাই।’

৩০ নভেম্বর (আগামীকাল) বাংলাদেশ-চীন দুই দলের ম্যাচটি গ্রুপের অঘোষিত ফাইনাল। বাংলাদেশ স্বাগতিক চীনকে হারাতে পারলে পুরুষ বয়সভিত্তিক পর্যায়ে এশিয়ার শীর্ষ স্তরে খেলবে।

সম্প্রতি

আরও খবর