বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬
হোমখবরখেলাবাংলাদেশের প্রতিপক্ষ শনিবার অস্ট্রেলিয়া

বাংলাদেশের প্রতিপক্ষ শনিবার অস্ট্রেলিয়া

ক্রীড়া বার্তা পরিবেশক

সম্পর্কিত সংবাদ

ঘরোয়া প্রস্তুতি নিয়েই চেন্নাইয়ের মাদুরাইতে গিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। জুনিয়র হকি বিশ্বকাপে খেলতে গিয়ে সেখানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে লাল সবুজের যুবারা। ভারতে সপ্তাহখানেক অনুশীলনের পাশাপাশি চিলি ও সুইজারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে জয়ও পেয়েছে তারা। মূল টুর্নামেন্টের আগে এই দুই জয় আত্মবিশ্বাস বেড়েছে দলটির। সেই আত্মবিশ্বাস নিয়েই শনিবার নিজেদের ময়দানে লড়াই শুরু করছে বাংলাদেশ। প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ময়ূর রাধাকৃষ্ণ হকি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

শুক্রবার,(২৮ নভেম্বর ২০২৫) জুনিয়র হকি বিশ্বকাপের খেলা শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচে ‘এ’ গ্রুপে জার্মানি ৪-০ গোলে দক্ষিণ আফ্রিকাকে এবং আয়ারল্যান্ড ৪-৩ গোলে হারিয়েছে কানাডাকে।

শনিবার টার্ফে নামবে বাংলাদেশ। শক্তিমত্তায় গ্রুপের তিন প্রতিপক্ষই (অস্ট্রেলিয়া, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়া) বাংলাদেশের চেয়ে এগিয়ে। তবে ভারতে গিয়ে দুটি প্রস্তুতি ম্যাচ জিতে এখন বিশ্বকাপে ভালো কিছুর আশা করছে তারা। প্রস্তুতি ম্যাচে গোল পেয়েছেন আমিরুল ইসলাম, রাকিবুল হাসান, ওবায়দুল হোসেন ও হুজাইফা হোসেন। ম্যাচ শুরুর আগে অধিনায়ক মেহরাব হাসান বলেন, ‘আগে কখনোই আমরা ইউরোপের কোনো দেশের সঙ্গে খেলিনি। ভারতে এসে সুইজারল্যান্ডের বিপক্ষে খেলেছি। এটা আমাদের জন্য দারুণ অভিজ্ঞতা। তাদের হারাতে পেরে আরও ভালো লাগছে। চিলিকেও হারিয়েছি। এখানে আসার পর দুটি ম্যাচ খেলতে পারায় সবার আত্মবিশ্বাসও বেড়েছে।’ তবে বিশ্বকাপে নিজেদের প্রতিপক্ষদের সমীহ করে মেহরাব বলেন, ‘কোনো দলকেই খাটো করে দেখার সুযোগ নেই। এটা বিশ্বকাপ, সবাই খুবই শক্তিশালী। আমরা চেষ্টা করবো নিজেদের সেরাটা দিয়ে পারফর্ম করতে।’ সহকারী কোচ মশিউর রহমান বলেন, ‘দলে ইনজুরির কোনো সমস্যা নেই। আশাকরি, সবাই মাঠে সেরাটা দিয়ে লড়বে।’ গত বছর ওমানের মাসকটে হওয়া জুনিয়র হকি এশিয়া কাপে পঞ্চম হয়েছিল বাংলাদেশ, যার সুবাদে প্রথমবার জুনিয়র হকি বিশ্বকাপে খেলার সুযোগ পান মেহরাব, ওবায়দুলরা।

সম্প্রতি

আরও খবর