সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
হোমখবরসারাদেশসিলেটে কিশোর গ্যাংয়ের সংঘর্ষে খুন ১, আটক ৩

সিলেটে কিশোর গ্যাংয়ের সংঘর্ষে খুন ১, আটক ৩

নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট

সম্পর্কিত সংবাদ

সিলেটের এয়ারপোর্ট থানার ইলাশকান্দি এলাকায় কিশোরগ্যাং দুই গ্রুপের পূর্ব বিরোধের জের ধরে ছুরিকাঘাতে শাহ মাহমুদ হাসান তপু (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এসএমপি জানায়, ওই রাতে দুইপক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে প্রতিপক্ষ গ্রুপের প্রধান জাহিদ হাসান এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তপুকে গুরুতর জখম করেন। তপু ইলাশকান্দির উদয়ন ৪০/২ এলাকার বাসিন্দা এবং শাহ এনামুল হকের ছেলে। রক্তাক্ত অবস্থায় স্বজনরা তপুকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার, (২৮ নভেম্বর ২০২৫) সকাল আনুমানিক ৬টায় তার মৃত্যু হয়।ঘটনার পর এয়ারপোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত জাহিদ হাসানসহ তার দুই সহযোগী অনিক মিয়া ও জুনায়েদ আহমদকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার অনিক মিয়ার বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলায়; বর্তমান ঠিকানা সিলেটের লোহারপাড়া।

সম্প্রতি

আরও খবর