সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
হোমখবরবিজ্ঞান ও প্রযুক্তিবাহরাইনে উইটসার বোর্ড মিটিংয়ে বিসিএস প্রতিনিধির অংশগ্রহণ

বাহরাইনে উইটসার বোর্ড মিটিংয়ে বিসিএস প্রতিনিধির অংশগ্রহণ

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক

সম্পর্কিত সংবাদ

গত ২৫ নভেম্বর বাহরাইনের রাজধানী মানামায় অনুষ্ঠিত হয় তথ্যপ্রযুক্তির আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড ইনোভেশন, টেকনোলজি অ্যান্ড সার্ভিস অ্যালায়েন্স (উইটসা) এর বোর্ড মিটিং। এতে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ভাইস প্রেসিডেন্ট মো. ওয়াহিদুল হাসান দিপু।

ওয়াহিদুল হাসান দিপু এ প্রসঙ্গে বলেন, বর্তমান সময়ে যখন কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সিকিউরিটি, ডিজিটাল বাণিজ্য এবং উদীয়মান প্রযুক্তি বিশ্বব্যাপী সমাজ ও অর্থনীতিকে দ্রুত রূপান্তরিত করছে, এই প্রেক্ষাপটে উইটসা বৈশ্বিক প্রযুক্তি অঙ্গনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতৃত্ব প্রদান করছে। গ্লোবাল এআই সামিট, সাইবারসিকিউরিটি টাস্কফোর্স, উইটসা ওয়ার্ল্ড কাপের মতো উদ্যোগগুলো উইটসা’র উদ্ভাবনী, অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ভবিষ্যৎ নির্মাণে আন্তরিক অঙ্গীকারের প্রতিফলন।

বোর্ড মিটিংয়ে ২০২৬ সালের বিশ্ব উদ্ভাবন ও প্রযুক্তি কংগ্রেস উইসিট এবং উইটসা গ্লোবাল এআই সামিট-২০২৬ আয়োজন বিষয়ে ঘোষণা দেওয়া হয়। এআই সামিটে দেওয়া হবে ‘উইটসা গ্লোবাল এআই অ্যাওয়ার্ড’।

বোর্ড মিটিংয়ে অংশগ্রহণকারী সদস্য ও পরিচালকরা ‘মিট আইসিটি ২০২৫’ কনফারেন্সেও প্রবেশাধিকার পান। ‘মিট আইসিটি ২০২৫’ হলো বাহরাইনে অনুষ্ঠিত একটি বার্ষিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সম্মেলন। এই সম্মেলনে আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান, বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, উদ্ভাবক এবং শিল্প নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সম্প্রতি

আরও খবর