চায়ের রাজধানী হিসেবে পরিচিত শ্রীমঙ্গল আজ দেশের অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র। সবুজে মোড়ানো টিলা-পাহাড়, বিস্তীর্ণ চা-বাগান, হাওর, বনাঞ্চল এবং আনারস-লেবু-কাঁঠালের বাগান মিলিয়ে এ শহরকে ঘিরে গড়ে উঠেছে অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের এক বিস্তৃত ভূবন। পর্যটন বিকাশের সঙ্গে তাল মিলিয়ে এখানে নির্মিত হয়েছে অসংখ্য হোটেল, রিসোর্ট ও আন্তর্জাতিক মানের পাঁচ তারকা আবাসন, যা প্রতি বছর আকর্ষণ করে দেশ-বিদেশের বিপুলসংখ্যক ভ্রমণপিপাসুকে।



