বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬
হোমখবরসারাদেশনামাজরত অবস্থায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু

নামাজরত অবস্থায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রতিনিধি, নোয়াখালী

সম্পর্কিত সংবাদ

নোয়াখালীর চাটখিলে তাহাজ্জুদের নামাজরত অবস্থায় আকরাম হোসেন (১২) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার, (২৯ নভেম্বর ২০২৫) সন্ধ্যার দিকে বিষয়টি নিশ্চিত করেন বিষ্ণুরামপুর নুরানী হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মহিন উদ্দিন। এর আগে, গত শুক্রবার রাত সাড়ে ৪টার দিকে উপজেলার নোয়াখলী ইউনিয়নের বিষ্ণুরামপুর নুরানী হাফিজিয়া মাদ্রাসার হেফজ খানায় তাহাজ্জুদের নামাজরত অবস্থায় ওই মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়।

মৃত আকরাম লক্ষীপুর জেলার কমলনগর উপজেলার ফারুক হোসেনের ছেলে এবং নোয়াখালী ইউনিয়নের বিষ্ণুরামপুর নুরানী হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।

বিষ্ণুরামপুর নুরানী হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মহিন উদ্দিন আরও বলেন, আকরাম বিষ্ণুরামপুর নুরানী হাফিজিয়া মাদ্রাসা থেকে ১৬ পারা কুরআন হেফজ সম্পন্ন করে।

সম্প্রতি

আরও খবর