স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকস বাংলাদেশ রাজধানীর ইসিএস কম্পিউটার সিটিতে (মাল্টিপ্ল্যান সেন্টার) তাদের সর্বাধুনিক মনিটরগুলো প্রদর্শনের জন্য এক রোডশো আয়োজন করেছে। গত ২৬ নভেম্বর থেকে শুরু হওয়া ছয় দিনব্যাপী এই আয়োজন চলবে ১ ডিসেম্বর পর্যন্ত। দর্শনার্থীরা এ সময় এক জায়গায় স্যামসাংয়ের সব নতুন উদ্ভাবনী ডিসপ্লেগুলো সরাসরি দেখার সুযোগ পাবেন।
বাংলাদেশে স্যামসাংয়ের মনিটর বিক্রির কার্যক্রম পরিচালনা করে স্মার্ট টেকনোলজিস। উদ্বোধনী অনুষ্ঠানে স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকস ও স্মার্ট টেকনোলজিস, দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকস বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির রিটেইল স্ট্র্যাটেজির ডেপুটি জেনারেল ম্যানেজার রাজীব দাস গুপ্ত এবং প্রোডাক্ট অ্যান্ড প্ল্যানিং ম্যানেজার মোহাম্মদ খাদেম উজ জামান। অন্যদিকে, স্মার্ট টেকনোলজিসের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডিস্ট্রিবিউশন বিজনেস ডিরেক্টর জাফর আহমেদ, চ্যানেল সেলস ডিরেক্টর মো. মুজাহিদ আল-বিরুনী সুজন ও ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আবুল বাশার রাজু।
এই রোডশোর মাধ্যমে তাদের মনিটর লাইন-আপ ক্রেতাদের কাছে আরও সহজলভ্য করতে চায় স্যামসাং। পাশাপাশি, প্রিমিয়াম ও তুলনামূলক সাশ্রয়ী বাজেটের নতুন প্রযুক্তিগুলো ক্রেতাদের কাছে সহজলভ্য করতে চায় ব্র্যান্ডটি।



