বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬
হোমখবরসারাদেশটঙ্গীতে এক শ্রমিকের মৃত্যু আতঙ্কে ৩০ শ্রমিক অজ্ঞান

টঙ্গীতে এক শ্রমিকের মৃত্যু আতঙ্কে ৩০ শ্রমিক অজ্ঞান

প্রতিনিধি, টঙ্গী (গাজীপুর)

সম্পর্কিত সংবাদ

টঙ্গীতে হা-মীম গ্রুপের পোশাক কারখানায় এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, এতে অজ্ঞান হয়ে পড়েন অন্তত ৩০ শ্রমিক। গতকাল শনিবার দুপুর ৩টার দিকে টঙ্গী বিসিক এলাকার মিলগেট সংলগ্ন কারখানায় এ ঘটনা ঘটে।

অজ্ঞান ১২ জনকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং কয়েক জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এদের মধ্যে চারজন তানিয়া (২১), সুমি (২৫), শারমিন (২৪) ও ইয়াসমিন (২২)এর শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রোমানা হক জানান, হা-মীম গ্রুপের ১২ শ্রমিককে চিকিৎসা দেওয়া হচ্ছে, এর মধ্যে বেশিরভাগই আতঙ্কে অজ্ঞান হয়ে পড়েছিলেন। এখন তাদের অবস্থা স্থিতিশীল। বিকালে ১২ শ্রমিককে চিকিৎসার জন্য আনা হয়। তাদের মধ্যে হাসিনা (২৫) ও পারভিন (২৬) ভর্তি রয়েছেন। অন্যরা, যেমন মহুয়া (২৮), রুনা (৩৫), সাগরিকা (২৭), ও মিতা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

শ্রমিকরা জানায়, কয়েক দিন আগে একই কারখানার কর্মী আতিকুল ইসলাম (৩০) হঠাৎ অসুস্থ হয়ে মারা যান।

সম্প্রতি

আরও খবর