বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬
হোমখবরসারাদেশশেরপুরে কষ্টি পাথরের দু’টি বিষ্ণু মূর্তি উদ্ধার

শেরপুরে কষ্টি পাথরের দু’টি বিষ্ণু মূর্তি উদ্ধার

প্রতিনিধি, শেরপুর (বগুড়া)

সম্পর্কিত সংবাদ

বগুড়ার শেরপুরে র‌্যাব অভিযান চালিয়ে দু’টি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফারুক আহমেদ (৩৪) নামের এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। সে তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের লাউতা গ্রামের আজিজের ছেলে।

?গত শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর একটি চৌকস দল বগুড়া জেলার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের ভাইভাই নিউ মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি দোকানের সামনে পাকা রাস্তা থেকে ১ কেজি ওজনের কষ্টিপাথরের ফ্রেমে খোদাই করা একটি বিষ্ণু মূর্তিসহ ফারুক আহমেদকে আটক করা হয়। উদ্ধারকৃত মূর্তিটির দৈর্ঘ্য ৮ ইঞ্চি ও প্রস্থ ৩.৫ ইঞ্চি।

?গ্রেপ্তারের পর ফারুকের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বিকালে সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের লাউতা গ্রামে তার বসতবাড়িতে অভিযান চালায় র‌্যাব। সেখানে খাটের নিচ থেকে আরও একটি ১২ কেজি ওজনের কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়।

সম্প্রতি

আরও খবর