ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি নির্বাচিত হয়েছেন আবু সালেহ আকন, আর সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন মাইনুল হাসান সোহেল। রোববার,(৩০ নভেম্বর ২০২৫) দিনভর ভোট গ্রহণের পর সন্ধ্যায় ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ। এতে সভাপতি পদে ৫০৯ ভোট পেয়ে বিজয়ী হন আবু সালেহ আকন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুরসালিন নোমানী পেয়েছেন ৪৩২ ভোট।
সাধারণ সম্পাদক পদে মাইনুল হাসান সোহেল ৭৫২ ভোট পেয়ে জয়ী হয়েছেন।



