১২ বছর পর ফের নিলাম পদ্ধতিতে ফেরা বিপিএল খেলোয়াড় নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠলেন টপ-অর্ডার ব্যাটার মোহাম্মদ নাঈম শেখ। ভিত্তিমূল্য ৫০ লাখ টাকায় ছিলেন নাঈম। সেখানে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও নোয়াখালী দলের টানাটানিতে শেষ পর্যন্ত চট্টগ্রাম দলে যোগ দিলেন তিনি ১ কোটি ১০ লাখ টাকায়, দেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ।
জাতীয় ক্রিকেট লীগে বর্তমানে সিলেটে অবস্থান করছেন নাঈম। নিলাম তিনি বলেন, ‘বেশি কিছু আশা করিনি, তবে উত্তেজনা ছিল। যখন দাম এতদূর উঠল, সবাই বাসে চিৎকার শুরু করে। গত বছর ভালো পারফর্ম করেছি, তারই ফল এই পুরস্কার। যারা পারফর্ম করে, তাদের স্বীকৃতি পাওয়া উচিত, আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি।’
দাম যাই হোক, প্রতিটি দলে একই আবেগ নিয়ে খেলবেন বলেও জানান তিনি, ‘ভিত্তিমূল্যেই বিক্রি হলেও আমার নিবেদন বদলাত না। যেই দলের হয়ে খেলি, সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করি—এটা অপরিবর্তিত থাকবে ইনশাআল্লাহ।’



