কয়েকদিন আগে আঘাত হানা ঘূর্ণিঝড় দিতওয়ায় ক্ষতিগ্রস্ত ৫ লাখের বেশি মানুষের কাছে ত্রাণ পৌঁছাতে ও সড়ক-মহাসড়কে থাকা জঞ্জাল পরিষ্কারে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে শ্রীলঙ্কার উদ্ধারকর্মীরা। ভয়াবহ এ দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে এরই মধ্যে ৩৫৫ তে দাঁড়িয়েছে বলে দেশটির সরকারি হিসাবে দেখা যাচ্ছে। এখনও নিখোঁজ ৩৬৬ জন। দমকা হাওয়া ও ভারী বৃষ্টি নিয়ে গত শুক্রবার আঘাত হানা ঘূর্ণিঝড় দিতওয়া দ্বীপদেশটিতে এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা নিয়ে এসেছে, পাহাড়ি মধ্যাঞ্চল দেখেছে বেশ কয়েকটি প্রাণঘাতী ভূমিধস।
বার্তা সংস্থা রয়টার্সের ছবি-ভিডিওতে রাজধানী কলম্বোর কাছে কেলানি নদীর তীরে বন্যায় তলিয়ে যাওয়া বাড়িঘর থেকে জিনিসপত্র বাঁচাতে লোকজনের প্রাণান্ত চেষ্টা দেখা গেছে। বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের কারণে গত সপ্তাহে ব্যাহত হওয়া রেল যোগাযোগ ও ফ্লাইট পুনরায় চালু হলেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, বলেছেন কর্মকর্তারা।



