রবিবার, জানুয়ারি ১১, ২০২৬
হোমমতামতপাঠকের চিঠিকৃষিতে নতুন প্রজন্মের প্রত্যাবর্তন: আশার ইঙ্গিত

কৃষিতে নতুন প্রজন্মের প্রত্যাবর্তন: আশার ইঙ্গিত

সম্পর্কিত সংবাদ

বাংলাদেশের কৃষি একসময় ছিল দেশের প্রধান জীবিকা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেক তরুণ কৃষি ছেড়ে শহরের চাকরি ও অন্য পেশায় চলে যায়। এখন আবার সেই চিত্র বদলাচ্ছে। নতুন প্রজন্ম আবার কৃষির দিকে ফিরে আসছে, যা আমাদের জন্য এক বড় আশার বিষয়।

তরুণরা এখন বুঝতে পারছে যে কৃষিও লাভজনক ও সম্মানজনক পেশা হতে পারে। তারা আধুনিক যন্ত্র, মোবাইল অ্যাপ, এবং নতুন প্রযুক্তি ব্যবহার করে ফসল ফলাচ্ছে। কেউ করছে অর্গানিক কৃষি, কেউ মাছচাষ, কেউ গরু বা হাঁস-মুরগির খামার করছে। অনেক তরুণ আবার নিজেদের উৎপাদিত পণ্য বাজারজাত করছে অনলাইন প্ল্যাটফর্মে।

সরকার ও বিভিন্ন সংস্থা তরুণদের কৃষিতে ফেরাতে প্রশিক্ষণ, ঋণ ও সহায়তা দিচ্ছে। এতে গ্রামে কর্মসংস্থান বাড়ছে এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হচ্ছে।নতুন প্রজন্মের এই উদ্যোগ আমাদের কৃষিতে নতুন জীবন দিয়েছে। তাদের পরিশ্রম, জ্ঞান ও উদ্ভাবনী চিন্তা বাংলাদেশকে আবারও কৃষিনির্ভর ও আত্মনির্ভর দেশে পরিণত করতে পারে।তরুণদের হাতে কৃষির এই নবজাগরণ সত্যিই এক আশার আলো!

কাজী মাধুর্য রহমান

সম্প্রতি

আরও খবর