সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
হোমখবরনগর-মহানগরকামরাঙ্গীরচরে যুবককে কুপিয়ে হত্যা

কামরাঙ্গীরচরে যুবককে কুপিয়ে হত্যা

সংবাদ অনলাইন রিপোর্ট

সম্পর্কিত সংবাদ

রাজধানীর কামরাঙ্গীরচরে মো. রকি (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাতে কামরাঙ্গীরচরের বড়গ্রাম মাতাব্বর বাজার হারিকেন ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, রকি পুলিশের সোর্স নয়, এরপরও ৫-৬ জন যুবক তাকে সোর্স তকমা দিয়ে হত্যা করেছে। খুনিরা মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। তাদের (খুনি) কেউ অতীতে গ্রেপ্তার হওয়ার পেছনে নিহত রকির কোনো ভূমিকা থাকতে পারে বলে সন্দেহ করছে তদন্তকারীরা।

নিহতের বাবা আবু সাঈদ জানান, তাদের বাড়ি মাদারীপুর সদর উপজেলার দুধখালি গ্রামে। ঢাকায় বাসা শহিদ নগরে। রকি ছোট বেলা থেকেই ঘটনাস্থলের কিছুটা দূরে বড়গ্রাম এলাকায় থাকতো। দুই ভাই এক বোনের মধ্যে রকি ছিল ছোট। কে বা কারা কী কারণে রকিকে হত্যা করেছে সে বিষয়ে তিনি জানেন না। পথচারী রানা জানান, দুর্বৃত্তরা রকিকে কুপিয়ে রাস্তায় ফেলে যায়। পরে তিনি রকিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কামরাঙ্গীরচরের ওসি মো. আমিরুল ইসলাম বলেন, রকি পেশায় তেমন কিছু করতো না। অনেক বছর ধরে সে মামার বাড়িতে থাকতো। রাতে মামার বাড়িতে ফেরার সময় ৫-৬ জন যুবক এ ঘটনা ঘটায়। আমরা ইতোমধ্যে হত্যাকারী সবাইকেই শনাক্ত করেছি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- হত্যাকারীদের কেউ অতীতে গ্রেপ্তারে হয়তো নিহত রকির কোনো ভূমিকা থাকতে পারে।

জড়িতদের গ্রেপ্তার করা গেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় নিহতের বাবা একটি হত্যা মামলা দায়ের করেছেন।

ওয়ার্কশপ কর্মচারী ছুরিকাহত

মঙ্গলবার,(০২ ডিসেম্বর ২০২৫) ভোরে রাজধানীর যাত্রাবাড়ীতে জাকির হোসেন (৪৬) নামে একটি ওয়ার্কশপের কর্মচারীকে ছুরিকাঘাত করে ২০ হাজার টাকা ও একটি মোবাইল ছিনতাই করা হয়েছে। তাকে উদ্ধারকারী মুক্তার জানান, যাত্রাবাড়ী বধুয়া কমিউনিটি সেন্টারের সামনে দিয়ে পায়ে হেঁটে যাওয়ার সময় ২ জন ছিনতাইকারী এ ঘটনা ঘটায়। জাকির হোসেনকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সম্প্রতি

আরও খবর