রবিবার, জানুয়ারি ১১, ২০২৬
হোমবিনোদনঅন্যান্যদুই নাটকের সূচনা সঙ্গীতে মৌমিতা বড়ুয়া

দুই নাটকের সূচনা সঙ্গীতে মৌমিতা বড়ুয়া

বিনোদন প্রতিবেদক

সম্পর্কিত সংবাদ

‘চ্যানেল আই সেরাকন্ঠ’২০১৭ সালের প্রতিযোগিতায় শীর্ষস্থানে অবস্থান করেন মৌমিতা বড়ুয়া । এর মধ্যদিয়ে পেশাগতভাবে গানের ভুবেন তার যাত্রা শুরু হয়। মৌমিতা গেয়েছেন অনেক গুলো মৌলিক গান। তিনি জানান, নাটকের গানেও তার রয়েছে দারুণ জনপ্রিয়তা। এরইমধ্য পরপর দুটি খণ্ড নাটকের সূচনা সঙ্গীতও গেয়েছেন তিনি। রুবেল আনুশ পরিচালিত ‘কাঠের ফুল’ ও ‘নজর’ নাটকের সূচনা সঙ্গীত গেয়েছেন। গান দুটির শিরোনাম নাটকের নামেই। দুটি গানই লিখেছেন সঙ্গীতশিল্পী-সুরকার, সঙ্গীত পরিচালক সৈয়দ নাফিস। ‘কাঠের ফুল’ গানটি মৌমিতা একাই গেয়েছেন। ‘নজর’ গানটি গেয়েছেন মৌমিতা ও নাফিস। এরইমধ্যে দুটি নাটকই প্রচারে এসেছে। মৌমিতা বলেন,‘ আমার সৌভাগ্যই বলা চলে যে বেশকিছু ভালো ভালো মৌলিক গান গাইবার সুযোগ হয়েছে আমার। আবার এখন ভালো ভালো কিছু নাটকেও কাজ করার সুযোগ হয়েছে। গানগুলো প্রকাশের পরও বেশ ভালো রেসপন্স পাচ্ছি। সত্যি বলতে কী নিজের মনের মতো কিছু গান করতে চাই। যেন শ্রোতা দর্শক আমাকে যুগের পর যুগ মনে রাখেন।’

সম্প্রতি

আরও খবর