মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
হোমখবরনগর-মহানগরদোহারে ফ্রি ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

দোহারে ফ্রি ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

প্রতিনিধি, দোহার (ঢাকা)

সম্পর্কিত সংবাদ

দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ- ২০২৫ উদযাপন উপলক্ষে নিবিড় প্রাণিসেবা প্রদান ও ফ্রি ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার মাহমুদপুর আশ্রায়ন প্রকল্পে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

দোহার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শামীম হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম।

প্রধান অতিফির বক্তব্যে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম বলেন, গরু-ছাগল, হাস-মুরগী অসুস্থ হলে আপনারা হাতুড়ে ডাক্তারের পরামর্শ না নিয়ে উপজেলা প্রাণিসম্পদ অফিসে গিয়ে যোগাযোগ করে সম্পূর্ণ ফ্রি চিকিৎসা সেবা নিবেন। হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় আপনাদের মূল্যবান গরু-ছাগল কিম্বা হাস-মুরগী মারা গেলে আপনারা আথির্কভাবে ক্ষতিগ্রস্ত হবেন। সুতরাং, আমরা এ বিষয়ে যারা অভিজ্ঞ ডাক্তার তাদের পরামর্শ গ্রহণ করবো।

এসময় আরো উপস্থিত ছিলেন- চর কুসুমহাটি আলোর ধারা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলা আক্তার, সহকারি শিক্ষিকা কাকলী আক্তার, বাসন্তী সরকার সহ সকল খামারিরা ও বিভিন্ন মেডিসিন কোম্পানির প্রতিনিধিগণ।

সম্প্রতি

আরও খবর