সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
হোমখবরখেলাএশিয়ান কাপে সবার পারফরম্যান্স আরও ভালো হবে: ঋতুপর্ণা

এশিয়ান কাপে সবার পারফরম্যান্স আরও ভালো হবে: ঋতুপর্ণা

ক্রীড়া বার্তা পরিবেশক

সম্পর্কিত সংবাদ

মালয়েশিয়া ও আজারবাইজানের কাছে দুটি ম্যাচেই হেরেছে বাংলাদেশ। দুই ম্যাচে তিন গোল হজম করেছে বাংলাদেশ। দিয়েছে মাত্র একটি। ঋতুপর্ণা চাকমার দিকে আলাদা দৃষ্টি থাকলেও তিনি পারেননি কিছু করতে। নারী দল আবার বুধবার,(০৩ ডিসেম্বর ২০২৫) থেকে ছুটিতে গেছে। ঋতুপর্ণা রাঙামাটি যাওয়ার আগে নিজের পারফরম্যান্স নিয়ে বলেন, ‘দেখুন, সবসময় তো একই ধরনের পারফরম্যান্স থাকবে না। খেলাতে চড়াই-উতরাই থাকবেই। আমি আমার মতো চেষ্টা করেছি। হয়তো কাক্সিক্ষত সেরা পারফরম্যান্সটি দেখা যায়নি। বিশ্বের সেরা ফুটবলাররা তো সবসময় একই পারফরম্যান্স দেখাতে পারে না। ধরে নিন আমার বেলাতে তাই হয়েছে।’

দুটি ম্যাচ নিয়ে এরপরই ঋতুপর্ণার মূল্যায়ন, ‘মালয়েশিয়ার সঙ্গে আমরা আধিপত্য রেখে ম্যাচ হেরেছি। আজারবাইজান আমাদের চেয়ে র‌্যাংকিংয়ে অনেক এগিয়ে। তারপরও ওদের সঙ্গে চোখে চোখ রেখে খেলেছি, আক্রমণও হয়েছে। এখন গোল মাত্র একটি হয়েছে। এ ম্যাচে সবাই নিজেদের সেরাটা দিয়ে খেলেছে। আমিও চেষ্টা করেছি। কিন্তু হয়তো সেরাটা আসেনি। সামনের দিকে নিশ্চয়ই আরও ভালো হবে।’

২০২৬ মার্চে অস্ট্রেলিয়াতে নারীদের এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ। আজারবাইজানের কোচ তো বলেই দিয়েছেন, এমন পারফরম্যান্স থাকলে উজবেকিস্তানের (এশিয়ান কাপে গ্রুপে আছে) বিপক্ষে জিততে পারে বাংলাদেশ। ঋতুপর্ণাও বলেন, ‘মার্চের টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছি। আস্তে আস্তে শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে খেলে নিজেদের আরও ঝালিয়ে নেয়ার সুযোগ আছে। আমার মনে হয় সামনের দিকে সবার পারফরম্যান্স আরও ভালো হবে। আমার নিজেরও।’

ছুটি কাটিয়ে বাংলাদেশ দলের আবার চট্টগ্রামে নিবিড় অনুশীলন হওয়ার কথা রয়েছে।

সম্প্রতি

আরও খবর