শনিবার, জানুয়ারি ১০, ২০২৬
হোমখবরজাতীয়সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

সংবাদ অনলাইন রিপোর্ট

সম্পর্কিত সংবাদ

আসছে ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে চলমান সব ধরনের কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। বাংলাদেশ কংগ্রেস নামের একটি দলের পক্ষে বুধবার,(০৩ ডিসেম্বর ২০২৫) রিটটি করেন দলের মহাসচিব আইনজীবী মো. ইয়ারুল ইসলাম। বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি রাজিউদ্দিন আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আগামী সপ্তাহে রিটের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারী ইয়ারুল ইসলাম।

রিট আবেদনে নির্বাহী বিভাগ থেকে নির্বাচন কমিশনের (ইসি) সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ অবৈধ ঘোষণা এবং ‘ইলেকটোরাল সার্ভিস কমিশন’ গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।

রিট আবেদনে বলা হয়, সরকারের নির্বাহী বিভাগের জনবল দিয়ে নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচন পরিচালনা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।

সম্প্রতি

আরও খবর