শনিবার, জানুয়ারি ১০, ২০২৬
হোমসাহিত্যসাময়িকীকমলা দাশের প্রেমের কবিতা

কমলা দাশের প্রেমের কবিতা

সম্পর্কিত সংবাদ

সাময়িকী কবিতা

লোরকার দেশে

আসাদ চৌধুরীর কবিতা

প্রেম
তোমাকে দেখার আগ পর্যন্ত

আমি কবিতা লিখেছি, ছবি এঁকেছি

আর বন্ধুদের সঙ্গে

ঘুরে বেড়িয়েছি…

এখন তোমাকে ভালোবাসার পর

আমার জীবন বুড়ো দোঁআশলা কুকুরের মতো

কু-লী পাঁকিয়ে শুয়ে থাকে, ডুবে থাকে

তোমাতেই…

নশ্বর প্রেম
প্রেমে আনুগত্য

শুধু সেইসব অমর,

খেয়ালি দেবতাদের জন্যে, যারা

অদৃশ্য স্বর্গে বসে খেলে যায়

ক্লান্তিহীন ভাবে। তোমার

আমার জীবন খুবই ছোট-

পরম আনন্দ এবং স্থায়িত্বের জন্যে,

হায়, স্থিরতার জন্যে।

পরাজিত যুদ্ধ
কীভাবে ধরে রাখবে তাকে আমার ভালোবাসা, যখন

চোখ ধাঁধানো লোভ এসে আচ্ছন্ন করেতাকে, সিংহী

এসে জাগিয়ে তোলে তার পশুত্ব? পুরুষ অপদার্থ,

তাকে ধরা জন্যে পাতো সবচেয়ে সস্তা ফাঁদ; কখনোই

ভালোবাসা নয়। ভালোবাসা মানে নারীর চোখের জল

আর রক্তে মিশে থাকা নৈঃশব্দ্যের গান।

কবি পরিচিতি:
কমলা দাশ ১৯৩৪ সালের ১১ই মার্চ ভারতের মাদ্রাজ প্রদেশের মালাবার জেলার পুন্নায়ুরকুলাম গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একজন বিখ্যাত ভারতীয় লেখক যিনি ইংরেজি ও মালয়লাম ভাষায় সাহিত্যচর্চা করেছেন। তাঁর ছদ্মনাম মাধবীকুট্টি। রক্ষণশীল পরিবারে জন্মগ্রহণ করলেও ১৯৯৯ সালে তিনি ধর্মান্তরিত হন। ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম পরিবর্তন করে রাখেন কমলা সুরাইয়ার রাখেন। তিনি একাধারে কবি, ঔপন্যাসিক এবং ছোটগল্পকার ছিলেন। তাঁর উল্লেখযোগ্য কাব্য হলো: সামার ইন ক্যালকাটা, দ্য স্ট্রেঞ্জার টাইমন, মাই মাদার এটা সিক্সটি সিক্স, ইয়া আল্লাহ প্রভৃতি। ‘মাই স্টোরি’ তাঁর আত্মজীবনী, যা ব্যাপক আলোচিত হয়। কমলা দাশকে তাঁর সময়ে নারীমুক্তি আন্দোলনের অন্যতম পথিকৃৎ হিসেবে বিবেচনা করা হয়। ২০০৯ সালে ৩১শে মে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘আমি’ ২০১৮ সালে মুক্তি পায়।

সম্প্রতি

আরও খবর