শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬
হোমখবরসারাদেশচাটমোহরে মহিলা দলের দুই নেত্রী গ্রেপ্তার

চাটমোহরে মহিলা দলের দুই নেত্রী গ্রেপ্তার

প্রতিনিধি, চাটমোহর (পাবনা)

সম্পর্কিত সংবাদ

পাবনার চাটমোহরে উপজেলা মহিলা দলের দুই নেত্রীকে গ্রেপ্তার করেছে চাটমোহর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, জাতীয়তাবাদী মহিলা দল চাটমোহর উপজেলা শাখার (বিলুপ্ত) সিনিয়র সহ-সভাপতি পৌর সদরের মধ্য শালিখা মহল্লার মৃত ডা. কোবাদ হোসেনের মেয়ে বুড়ি সরকার (৪২)। ও একই বিলুপ্ত কমিটির বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক পৌর সদরের বালুচর মহল্লার ভিপি সেলিম রেজার স্ত্রী রহিমা রেজা (৪৫)।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ মো. মঞ্জুরুল আলম জানান, পাবনার মাননীয় আমলী ০৪ নং আদালতের সিআর ৫১৩/২৫ (চাট) নম্বর মামলার পলাতক আসামী রহিমা রেজা ও বুড়ি সরকারকে গতকাল বুধবার রাতে পৃথক অভিযান চালিয়ে চাটমোহর পৌর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্প্রতি

আরও খবর