জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৫০ থানার ওসি পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ রদবদল করা হয়।
বদলিকৃত ওসিরা হচ্ছেন মোহাম্মদ তাইফুর রহমান মির্জা ওসি ডেমরা থানা, মো. জিয়াউর রহমান ওসি আদাবর থানা, মো. মনিরুল ইসলাম ওসি শেরেবাংলা নগর থানা, মো. ফজলে আশিক ওসি কলাবাগান থানা, মোহাম্মদ রাজু ওসি যাত্রাবাড়ী থানা, মো. রাকিবুল হাসান ওসি গুলশান থানা, মো. সাজ্জাদ হোসেন ওসি কাফরুল থানা, মো. হাফিজুর রহমান ওসি হাজারীবাগ থানা, এ কে এম আলমগীর জাহান ওসি পল্লবী থানা, মো. হাবিবুর রহমান ওসি উত্তরখান থানা, গোলাম ফারুক ওসি কামরাঙ্গীরচর থানা, মুহাম্মদ সাইফুল ইসলাম ওসি ধানমন্ডি থানা, মোহাম্মদ খালিদ মুনসুর ওসি বনানী থানা।
ক্যশৈনু ওসি তেজগাঁও থানা, এ কে এম মাহফুজুল হক ওসি বংশাল থানা, মনিরুজ্জামান খান ওসি গেন্ডারিয়া থানা, সাইফুল ইসলাম ওসি সবুজবাগ থানা, আমিরুল ইসলাম ওসি শাহজাহানপুর থানা, রফিকুল ইসলাম ওসি তুরাগ থানা, মো. আশরাফুজ্জামান ওসি কদমতলী থানা, মোস্তফা কামাল ওসি পল্টন মডেল থানা, মো. মনিরুজ্জামান ওসি শাহবাগ থানা, মো. ইয়াসিন আলী ওসি লালবাগ থানা, দাউদ হোসেন ওসি ক্যান্টনমেন্ট থানা, কাজি মো. নাসিরুল আমীন ওসি বাড্ডা থানা, মেজবাহ্ উদ্দিন ওসি মোহাম্মদপুর থানা, মো. জাহাঙ্গীর হোসেন ওসি রামপুরা থানা, মোহাম্মদ রাহাৎ খান ওসি রমনা মডেল থানা, শরীফুল ইসলাম দক্ষিণ খান থানা, শফিকুল ইসলাম খিলগাঁও থানা, মাহমুদুর রহমান তেজগাঁও শিল্পাঞ্চল থানা, মো. আইয়ুব নিউমার্কেট থানা, কামরুজ্জামান তালুকদার মতিঝিল থানা, গোলাম মর্তুজা হাতিরঝিল থানা, এম এ রউফ খান শ্যামপুর থানা, শাহ মো. ফয়সাল আহমেদ কোতোয়ালি থানা, আব্দুল্লাহ আল মামুন চকবাজার থানা, গোলাম আজম মিরপুর থানা, মোরশেদ আলম উত্তরা পূর্ব থানা, মফিজুর রহমান ওয়ারি থানা, মোবারক হোসেন বিমানবন্দর থানা, এম এম জাকারিয়া দারুস সালাম থানা, আসলাম হোসেন ভাসানটেক থানা, ইমাউল হক ভাটারা থানা, কাজি রফিক আহমেদ উত্তরা পশ্চিম থানা, আব্দুল আলীম খিলক্ষেত থানা, মতিউর রহমান সূত্রাপুর থানা, মনজরুল হাসান মাসুদ রূপনগর থানা, ইমদাদুল ইসলাম মুগদা থানা, মো. জাহাঙ্গীর আলম শাহআলী থানা। বলা হয়েছে,. এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।



