সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
হোমখবরসারাদেশচট্টগ্রামে স্কুল ও দোকানে আগুন

চট্টগ্রামে স্কুল ও দোকানে আগুন

চট্টগ্রাম ব্যুরো

সম্পর্কিত সংবাদ

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন কলসি দিঘীর পাড় উত্তর রেলগেট এলাকায় একটি কেজি স্কুল ও পাশের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার, (০৪ ডিসেম্বর ২০২৫) ভোরে হযরত শাহ আলী কেজি স্কুল ও দোকানে আগুন লাগে।

সিইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন জানান, ভোর সোয়া ৬টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় সকাল পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে। তবে দ্রুত পদক্ষেপে প্রায় ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা জানা যায়নি।

সম্প্রতি

আরও খবর