রবিবার, জানুয়ারি ১১, ২০২৬
হোমখবরসারাদেশ৫৯ বিজিবির উদ্যোগে ভারতীয় নাগরিকের মরদেহ দেখতে পেল বাংলাদেশী স্বজনরা

৫৯ বিজিবির উদ্যোগে ভারতীয় নাগরিকের মরদেহ দেখতে পেল বাংলাদেশী স্বজনরা

জেলা বার্তা পরিবেশক, চাঁপাইনবাবগঞ্জ

সম্পর্কিত সংবাদ

চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তের শূন্যরেখায় শেষবারের মতো ভারতের মালদহে বসবাসরত কসিমুদ্দিনের স্ত্রী ফনি বেগম নামের এক বৃদ্ধা নারীর মরদেহ তার আত্মীয়-স্বজনদের দেখার সুযোগ করে দেয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ। শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ সকাল সাড়ে ৮টায় মহানন্দা ব্যাটালিয়নের ৫৯ বিজিবি’র অধীনস্থ শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭৯/৩-এস এর নিকট শূন্যরেখা বরাবর মরদেহ তার বাংলাদেশী আত্মীয়-স্বজনদের দেখানো হয়েছে। ৫৯ বিজিবি জানায়, ভারতীয় নাগরিক মালদার কালিয়াচক থানার হাজিপাড়ার দুইছতরবিঘির কসিমুদ্দিনের স্ত্রী ফনি বেগম গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বার্ধক্যজনিত কারণে মারা যান। মৃত্যুর খবর পেয়ে বাংলাদেশে বসবাসকারী মৃতের ভাই শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুরের মৃত ফলিমুদ্দিনের ছেলে আতাউর রহমানসহ তার স্বজনরা মরদেহ দেখার জন্য মহানন্দা ৫৯ বিজিবি’র নিকট আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিজিবি সদস্যরা বিএসএফ সঙ্গে যোগাযোগ করার পর উভয়ের সম্মতিতে আন্তজার্তিক সীমারেখায় বিজিবি-বিএসএফ’র উপস্থিতিতে মরদেহ স্বজনদের দেখানোর ব্যবস্থা করা হয়। মরদেহ দেখে বাংলাদেশী আত্মীয়-স্বজন আবেগ আপ্লুত হয়ে পড়েন ও তাদের আত্মীয়কে দেখে তৃপ্ত হন এবং বিজিবি’র প্রতি কৃতজ্ঞতা জানান। এ ব্যাপারে ৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বলেন, বিজিবি অত্যন্ত মানবিক এবং এ ধরনের মানবিক কাজের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। বিজিবি সকল ধরনের মানবিক কাজ মৌলিক কর্তব্য হিসেবে সম্পাদন করে আসছে।

সম্প্রতি

আরও খবর