সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের চেলা নদীতে রাতের আঁধারে পাড় কেটে চলছে অবৈধ বালু উত্তোলন। স্থানীয় প্রভাবশালী একটি সিন্ডিকেট ইজারার দোহাই দিয়ে নিয়মনীতি উপেক্ষা করে দিন-রাত সমান তালে বালু লুট করছে। এর ফলে সারপিনপাড়া, পূর্বচাইরগাঁও, সোনাপুর, পূর্বসোনাপুর, নাছিমপুর ও রহিমের পাড়া গ্রামে অর্ধশতাধিক ঘরবাড়ি, শত একর ফসলি জমি ও রাস্তাঘাট নদীগর্ভে বিলীন হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেন, ইজারাদার, রাজনৈতিক নেতা ও কিছু প্রশাসনিক ব্যক্তি এই বালু সিন্ডিকেটের সঙ্গে জড়িত। বালু তোলায় এলাকায় ১০১৫ জন কোটিপতি হলেও সাধারণ মানুষ ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও নরসিংপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সামছুল হক নমু বলেন, চেলা নদীতে নিয়ম ভঙ্গ করে বালু লুটপাটের কারণে পরিবেশ ও জনজীবন হুমকির মুখে পড়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ জানান, সীমান্তবর্তী এলাকা হওয়ায় ইতোমধ্যে কয়েকটি নৌকা জব্দ করা হয়েছে এবং বিজিবিকে টহল জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।



