সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
হোমখবরসারাদেশদোয়ারাবাজারে রাতের আঁধারে চেলা নদীর বালু উত্তোলন

দোয়ারাবাজারে রাতের আঁধারে চেলা নদীর বালু উত্তোলন

প্রতিনিধি, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)

সম্পর্কিত সংবাদ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের চেলা নদীতে রাতের আঁধারে পাড় কেটে চলছে অবৈধ বালু উত্তোলন। স্থানীয় প্রভাবশালী একটি সিন্ডিকেট ইজারার দোহাই দিয়ে নিয়মনীতি উপেক্ষা করে দিন-রাত সমান তালে বালু লুট করছে। এর ফলে সারপিনপাড়া, পূর্বচাইরগাঁও, সোনাপুর, পূর্বসোনাপুর, নাছিমপুর ও রহিমের পাড়া গ্রামে অর্ধশতাধিক ঘরবাড়ি, শত একর ফসলি জমি ও রাস্তাঘাট নদীগর্ভে বিলীন হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেন, ইজারাদার, রাজনৈতিক নেতা ও কিছু প্রশাসনিক ব্যক্তি এই বালু সিন্ডিকেটের সঙ্গে জড়িত। বালু তোলায় এলাকায় ১০১৫ জন কোটিপতি হলেও সাধারণ মানুষ ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও নরসিংপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সামছুল হক নমু বলেন, চেলা নদীতে নিয়ম ভঙ্গ করে বালু লুটপাটের কারণে পরিবেশ ও জনজীবন হুমকির মুখে পড়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ জানান, সীমান্তবর্তী এলাকা হওয়ায় ইতোমধ্যে কয়েকটি নৌকা জব্দ করা হয়েছে এবং বিজিবিকে টহল জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি

আরও খবর