সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে শনিবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। প্রথম দুই ওয়ানডে শেষে ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। শেষ ওয়ানডে রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। বিশাখাপত্তমে ম্যাচটি শুরু হবে দুপুর ৩টায়। দ্বিতীয় ম্যাচে সাড়ে তিনশ’র বেশি রান তাড়া করে ম্যাচ জয়ের কারণে এখন দক্ষিণ আফ্রিকার মনোবল তুঙ্গে। তৃতীয় ম্যাচও জয়ের ব্যাপারে আশাবাদী সফরকারী দলটি। দলের অধিনায়ক তেম্বা বাভুমা বলেন, ‘এমন জয় দুর্দান্ত। এই ম্যাচ থেকে আমরা অনেক আত্মবিশ্বাস পেয়েছি। এবার সিরিজ জয়ের চ্যালেঞ্জ। মার্করামের ইনিংসটার কথা আলাদা করে বলতেই হয়। খুবই ভালো ব্যাট করেছে। টেস্ট সিরিজ জয় আমাদের মধ্যে একটা বিশ্বাস তৈরি করে দিয়েছিল। সেটাই কাজে লেগেছে। আশা করি, শেষ ম্যাচেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারবো আমরা।’
অন্যদিকে, সিরিজ জয়ের জন্য মরিয়া স্বাগতিক ভারত। দ্বিতীয় ম্যাচের দুঃস্মৃতি ভুলে সামনে এগিয়ে যেতে চায় টিম ইন্ডিয়া। দলের অধিনায়ক লোকেশ রাহুল বলেন, ‘দ্বিতীয় ম্যাচে আমাদের বোলিং-ফিল্ডিং ভালো হয়নি। ম্যাচ জিততে হলে তিন বিভাগেই একসঙ্গে ভালো করতে হবে। আশা করছি, সবকিছু শতভাগ ঠিকঠাক হবে। আমরা ম্যাচ জয়ের জন্যই মাঠে নামবো। এজন্য দল হিসেবে আমাদের পারফরমেন্স করতে হবে।’
এখন পর্যন্ত ওয়ানডেতে ৯৬ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার জয় ৫২ ম্যাচ এবং ভারতের জয় ৪১ ম্যাচে। ৩টি ম্যাচ পরিত্যক্ত হয়।



