সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
হোমখবরজাতীয়নির্বাচন ১৫ ফেব্রুয়ারির মধ্যেই হবে: প্রেস সচিব

নির্বাচন ১৫ ফেব্রুয়ারির মধ্যেই হবে: প্রেস সচিব

সংবাদ ডেস্ক

সম্পর্কিত সংবাদ

আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হয়েছে। সব দলই নির্বাচন করবে।

শুক্রবার,(০৫ ডিসেম্বর ২০২৫) মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব বলেছেন, ‘প্রত্যেকটা রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছি, সবাই নির্বাচন করবে। নির্বাচন করার জন্য যে প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন অন্তর্বর্তী সরকার তা করছে। প্রত্যেক জেলায় নতুন ডিসি, এসপি, ওসি ও ইউএনও পদায়ন করা হয়েছে। প্রত্যেক জেলায় যোগ্য ব্যক্তি পদায়ন করা হবে। আর ১৫ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে। নির্বাচন বানচাল করার মতো কারো শক্তি নেই।’

সব দল নির্বাচনে অংশগ্রহণ করবে জানিয়ে শফিকুল আলম বলেন, ‘যারা আমাদের বন্ধু রাষ্ট্র তারা আমাদের সঙ্গে আছেন। দুটো ফড়িয়া শ্রেণীর কিংবা বাটপাড় টাইপের কিছু লোক ইউটিউবে কি বললো, এটা নিয়ে বিভ্রান্ত হবেন না।’

বিজয় দিবসে কুচকাওয়াজ কেন হবে না, এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ‘গত বছরের ৫ আগস্টের পর থেকে সেনাবাহিনী সারাদেশে নিয়োজিত থেকে আইনশৃঙ্খলা পরিবেশ রক্ষা করছে। ৬০-৭০ হাজার সেনাবাহিনী ডিউটি করছেন। কুচকাওয়াজ করার জন্য যে প্রস্তুতি থাকে, সেটা এ সময়ের মধ্যে আমরা পাচ্ছি না। এটাকে নিয়ে যারা পানি ঘোলা করতে চাচ্ছে, তারা পুরো বিষয়টা আমলেই আনছেন না। সেনাবাহিনী ১৬ মাস বাইরে আছেন, তারা দেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার কাজ করছেন। যেখানে তাদের ক্যান্টনমেন্টে থাকার কথা ছিল।’

এ সময় মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, পৌরসভার প্রশাসক ইমতিয়াজ হোসেন, জেলা ক্রীড়া কর্মকর্তা বি এম সাজিন ইসরাত এবং ক্রীড়া সংগঠক বারিক ননজাম বারকি উপস্থিত ছিলেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে টুর্নামেন্টে মাগুরার চারটি উপজেলার ৯টি কলেজ অংশ নিয়েছে। উদ্বোধনের প্রথম দিন সকালে মাগুরা সরকারি সোহরাওয়ার্দী কলেজ মুখোমুখি হয় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের। আগামী ১২ ডিসেম্বর এ টুর্নামেন্টের সমাপনী হবে।

সম্প্রতি

আরও খবর