শনিবার, জানুয়ারি ১০, ২০২৬
হোমবিনোদনঅন্যান্যরুম্মান রশীদ খানের পডকাস্টে আসিফ

রুম্মান রশীদ খানের পডকাস্টে আসিফ

বিনোদন প্রতিবেদক

সম্পর্কিত সংবাদ

সময়ের জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’। মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচারিত এই পডকাস্টের বিভিন্ন পর্বে অতিথি হয়ে এসেছিলেন অনেক অভিনেতা -অভিনেত্রী। ৬ ডিসেম্বর থেকে শুরু হয় এই পডকাস্টের নতুন সিজন। আরআরকে ওরফে রুম্মান রশীদ খানের সঞ্চালনায় সিজন টু প্রচার হয় প্রতি শনিবার রাত ৮টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত-এ।

‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।দ্বিতীয় সিজনের প্রথম পর্বে অতিথি হয়ে আসেন সংগীত তারকা ও বর্তমানে বিসিবির অন্যতম পরিচালক আসিফ আকবর। আরআরকে জানান, এই পর্বে আসিফ আকবর রাখঢাক না করে তার স্বভাবসুলভ ভঙ্গিতে মনের বলা-না বলা অনেক কথাই শেয়ার করেছেন তার সঙ্গে। আসিফ আকবরের ভাষায়, ‘তখন নিজেকে ফিলিস্তিনিদের মতো মনে হতো।

আর কাউকে নিয়ে কখনও সমালোচনা হয় না। শুধু আমাকে নিয়েই অনেকে কথা বলতে পছন্দ করে। হয়তো তাদের কাছে আমি সবার থেকে আলাদা। কিছু মানুষের জন্ম আর মৃত্যুই হয় ফেসবুকে। একবার বলবে খেলা পারি না, আরেকবার বলবে গান পারি না, কথা বলতে পারি না। ওসব সমালোচনাকারীরা যে কী পারে, এই টেস্ট কে করবে? আমি বিশ্বাস করি, মানুষ কী বলবে এটা মুখ্য বিষয় না। তুমি কী পদচিহ্ন দুনিয়াতে রেখে যাচ্ছো, তুমি কী কাজ করেছো, সেটিই মৃত্যুর পর আলোচনা হবে। আমি আমার মতো করে মানুষের জন্য কাজ করে যেতে চাই, আর কিছু না।’

সম্প্রতি

আরও খবর