শনিবার, জানুয়ারি ১০, ২০২৬
হোমবিনোদনঅন্যান্যমৃত্যুর চার দিন পর মুক্তি পেল জেনস সুমনের নতুন গান

মৃত্যুর চার দিন পর মুক্তি পেল জেনস সুমনের নতুন গান

বিনোদন প্রতিবেদক

সম্পর্কিত সংবাদ

গত ২৮ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি দেন গায়ক জেনস সুমন। এমন হৃদয়বিদারক ঘটনার চার দিনের মাথায় প্রকাশ হলো তার নতুন গান। ২ ডিসেম্বর জি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এই গানটির নাম ‘কেউ জানলো না কেউ বুঝলো না’। এটি লিখেছেন ফারুক আসাদ। সুর ও সংগীত পরিচালনা করেছেন অমিত কর। অমিত কর গানটি প্রকাশ প্রসঙ্গে বলেন, ‘সুমন আমার খুব কাছের একজন ভাই-বন্ধু ছিলেন। তার জন্য কয়েকটি গান করেছি। এগুলো নিয়ে আমাদের দুজনের কিছু পরিকল্পনা ছিল। কিন্তু তার আগেই সে আমাদের ছেড়ে চলে গেল। আশা করছি, সুমন ভক্তদের ভালো লাগবে গানটি।’ দীর্ঘ ১৬ বছরের বিরতি ভেঙে গত বছর নতুন গানে ফিরেছিলেন সংগীতশিল্পী জেনস সুমন। প্রকাশ করেছিলেন ‘আসমান জমিন’ শিরোনামের একটি গান। তিনি তখন জানিয়েছিলেন, সংগীতে এবার নিয়মিতই পাওয়া যাবে তাকে। সেই মাপে নিয়মিত গানও রেকর্ড করছিলেন। কিন্তু সেসব আর প্রকাশ করা হলো না সুমনের।

সম্প্রতি

আরও খবর