শনিবার, জানুয়ারি ১০, ২০২৬
হোমখবরঅপরাধ ও দুর্নীতিব্যাগভর্তি জাল টাকা, হাসপাতালে বিল দেয়ার সময় আটক তিন

ব্যাগভর্তি জাল টাকা, হাসপাতালে বিল দেয়ার সময় আটক তিন

সংবাদ অনলাইন রিপোর্ট

সম্পর্কিত সংবাদ

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতাল থেকে বিপুল পরিমাণ জাল টাকাসহ তিনজনকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। আটককৃতরা হলেন- সাকিব (২৭), মো. আসাদুজ্জামান (৫৩) এবং ফয়জুন্নেছা (৪০)। তাদের তিনজনেরই বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুরে। শনিবার,(০৬ ডিসেম্বর ২০২৫)দুপুরে তাদের আটক করা হয়।

বাহিনীর উপ-পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান জানান, দুপুর ১টা ১০ মিনিটে হাসপাতালে একজন রোগী অপারেশনের জন্য কাউন্টারে ২৭ হাজার টাকা জমা দিতে যান। এ সময় জমাকৃত টাকার কয়েকটি নোট সন্দেহজনক বলে শনাক্ত করেন কাউন্টারে থাকা কর্মকর্তা।

বিষয়টি তাৎক্ষণিক হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের জানানো হলে প্লাটুন কমান্ডার মোজাম্মেল হক খাঁনের নেতৃত্বে একটি দল সেখানে যায়। পরে রোগীর ব্যাগ তল্লাশি করে মোট ৩ লাখ ৭৩ হাজার টাকা উদ্ধার করা হয়। এর মধ্যে ২ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা জাল নোট বলে শনাক্ত করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশক্রমে বিষয়টি দ্রুত শাহবাগ থানাকে অবহিত করা হয় এবং আনসার সদস্যদের তত্ত্বাবধানে আটক তিনজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সম্প্রতি

আরও খবর