সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
হোমবিনোদনঅন্যান্যযা নিয়ে ব্যস্ত আবুল হায়াত

যা নিয়ে ব্যস্ত আবুল হায়াত

বিনোদন প্রতিবেদক

সম্পর্কিত সংবাদ

বাংলাদেশের নাটক ও সিনেমার এমনই একজন গুনী, অভিজ্ঞ অভিনেতা আবুল হায়াত। এরইমধ্যে তিনি এই প্রজন্মের নির্মাতা সেলিম রেজার নির্দেশনায় একটি নাটকের কাজ শেষ করেছেন। আগামীকাল ও তার পরেরদিন তিনি চয়নিকা চৌধুরীর একটি নাটকের কাজে ব্যস্ত থাকবেন। আগামী ১০ ডিসেম্বর তিনি আরাফাত মোহসীন নিধির ওয়েব সিরিজ ‘আৎকা’র প্রমোশনাল শুটিং-এর কাজ করবেন। এছাড়াও আগামী ১২ ডিসেম্বর একটি বেসরকারী বিশ^বিদ্যালয়ের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তবে আবুল হায়াত জানান, আগামী ঈদের জন্য তিনি রাবেয়া খাতুনের গল্পে তার নিজের চিত্রনাট্যে ‘সখিনা’ শিরোনামের একটি নাটক নির্মাণ করতে পারেন। যে কারণে কে হতে পারেন ‘সখিনা’ এই নিয়েই আপাতত তার ভাবনা। আবুল হায়াত বলেন,‘ এখন পর্যন্ত সখিনা নিয়েই আমার পরিকল্পনা। এই মাসের শেষপ্রান্তে কিংবা আগামী মাসেই এর কাজ শেষ করতে চাই। নিজের নির্মাণ কাজের পাশাপাশি এরইমধ্যে নাটকে এবং ওয়েব সিরিজেও কাজ করেছি। যতোটুকু ব্যস্ততা এখনো অভিনয়কে ঘিরেই। বাকী যে সময়টুকু থাকে আমি বেশিরভাগই বাসাতেই থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করি, পরিবারও চায় আমি যেন বাসাতেই থাকি।’

সম্প্রতি

আরও খবর