রবিবার, জানুয়ারি ১১, ২০২৬
হোমমতামতচিঠিপত্রটেকসই দুর্যোগ প্রস্তুতিতে জরুরি বাস্তব পদক্ষেপ প্রয়োজন

টেকসই দুর্যোগ প্রস্তুতিতে জরুরি বাস্তব পদক্ষেপ প্রয়োজন

সম্পর্কিত সংবাদ

বাংলাদেশ দীর্ঘদিন ধরে ঘূর্ণিঝড়, বন্যা ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হচ্ছে। সাম্প্রতিক সময়ে ভূমিকম্পের আশঙ্কা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। রাজধানীসহ বড় শহরগুলোতে কয়েকটি মাঝারি মাত্রার ভূমিকম্প ঘটে যাওয়ায় আমাদের প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারের নানা উদ্যোগ থাকলেও তা এখনো পর্যাপ্ত নয়। পূর্ববর্তী দুর্যোগ পরিস্থিতিতে সশস্ত্র বাহিনী, ফায়ার সার্ভিস এবং স্বেচ্ছাসেবকদের কার্যকর ভূমিকা আন্তর্জাতিকভাবে প্রশংসিত-তবে ভূমিকম্পের বাস্তবতা আরও জটিল। ঢাকার বহু ভবন ভূমিকম্প-সহন নয়; সরু রাস্তা, ঘনবসতি, অব্যবস্থাপূর্ণ নগরায়ণ এবং জনগণের অপ্রস্তুতি বড় বিপদের আশঙ্কা বাড়িয়ে তুলছে।

নির্মাণকোড মানার সরকারি নির্দেশনা থাকলেও কার্যকর বাস্তবায়ন এখনো দেখা যাচ্ছে না। বিশেষজ্ঞদের মতে, ভবন নির্মাণে কঠোর নজরদারি, নিয়মিত মহড়া, আধুনিক উদ্ধার সরঞ্জামের ব্যবহার এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ছাড়া নিরাপদ নগরায়ণ সম্ভব নয়। জলবায়ু পরিবর্তনের বাড়তি ঝুঁকি মোকাবিলায় সরকার, নাগরিক সমাজ এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রস্তুতিই টেকসই দুর্যোগ-প্রতিরোধ ব্যবস্থার ভিত্তি গড়ে তুলতে পারে।

আব্দুল আলিম

সম্প্রতি

আরও খবর