সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
হোমখবরখেলাটানা চার ম্যাচ হেরে আট ধাপ নামলো নারী ফুটবল দল

টানা চার ম্যাচ হেরে আট ধাপ নামলো নারী ফুটবল দল

ক্রীড়া বার্তা পরিবেশক

সম্পর্কিত সংবাদ

ফিফা র‌্যাংকিংয়ে একবারে ২৪ ধাপ এগিয়ে হইচই ফেলে দিয়েছিলেন বাংলাদেশ নারী ফুটবল দল। গত ৭ আগষ্ট ২৪ ধাপ এগিয়ে ১০৪ নম্বরে ছিলেন তারা। পয়েন্ট ছিল ১১৮০। কিন্তু চার মাস পেরুতেই উল্টো পথে লাল-সবুজের মেয়েরা। চার ম্যাচে হেরে আট ধাপ নেমে গেল জাতীয় নারী ফুটবল দল।

বৃহস্পতিবার, (১১ ডিসেম্বর ২০২৫) ঘোষিত নতুন র‌্যাংকিং অনুযায়ী আফঈদা, ঋতুপর্ণাদের র‌্যাংকিং ১১২। আর পয়েন্ট ১১৬৮। অবশ্য এই অবনমন অনুমিতই ছিল। গত অক্টোবর ও নভেম্বরে দুটি ফিফা উইন্ডো মিলিয়ে চার ম্যাচ খেলেছে বাংলাদেশ। চারটিতেই পেয়েছে হারের তেতো স্বাদ। অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে প্রথমটিতে ৩-০ ও দ্বিতীয়টিতে হারতে হয়েছে ৫-১ ব্যবধানে। নভেম্বরে ঘরের মাঠে মালয়েশিয়া ও আজারবাইজানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করে বাংলাদেশ। প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ১-০ ব্যবধানে এবং দ্বিতীয় ম্যাচে ইউরোপীয় দল আজারবাইজানের বিপক্ষে ভালো ফুটবল খেললেও এড়াতে পারেনি ২-১ গোলের হার। টানা চার ম্যাচ হেরে খোয়াতে হয়েছে ১২ রেটিং পয়েন্ট।

মার্চে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। তিন দলের মধ্যে উত্তর কোরিয়া এক ধাপ এগিয়ে নয়ে আছে। ৩ ধাপ এগিয়ে উজবেকিস্তানের অবস্থান ৪৯। এক ধাপ পিছিয়ে ১৭ নম্বরে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল চীন।

সম্প্রতি

আরও খবর