রবিবার, জানুয়ারি ১১, ২০২৬
হোমবিনোদনঅন্যান্যরিয়া বর্মণের ‘শেষ চিঠি’

রিয়া বর্মণের ‘শেষ চিঠি’

বিনোদন প্রতিবেদক

সম্পর্কিত সংবাদ

প্রকাশিত হয়েছে এই প্রজন্মের অভিনেত্রী রিয়া বর্মন অভিনীত নাটক ‘শেষ চিঠি’। নাটকটি রচনা করেছেন মাহবুব সুমন ও পরিচালনা করেছেন সকাল আহমেদ। রিয়া রহমান এরইমধ্যে বেশকিছু নাটক, বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন বলে জানান তিনি। রিয়া বর্মণ বলেন, ‘বিটিভির সাথে আমার হৃদ্যতা সেই ছোট্টবেলা থেকে। বিটিভিতে অনেক কাজ করেছি। এরইমধ্যে শেষ চিঠি নাটকটিতে অভিনয় করলাম। নাটকটি প্রচারের পর যেমন সাড়া পেয়েছি, ইউটিউবে নাটকটি আপলোড হবার পর যেন আরো বেশি সাড়া পাচ্ছি। ধন্যবাদ বিটিভি কর্তৃপক্ষ এবং সকাল আহমেদ ভাইকে আমাকে এতো চমৎকার একটি গল্পে কাজ করার সুযোগ করে দেবার জন্য।রিয়া বর্মন সর্বশেষ বেলাল খানের একটি মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেন।

সম্প্রতি

আরও খবর