পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকার কাঠেরপুল থেকে দীননাথ সেন রোড পর্যন্ত দীর্ঘদিন ধরে চলমান ড্রেনেজ সংস্কার কাজ এলাকাবাসীর জন্য নিত্যদিনের ভোগান্তি সৃষ্টি করছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদাসীনতা ও অবহেলার কারণে কাজের মান ধীরে ধীরে নিম্নমুখী হয়ে গেছে, রাস্তা চলাচলের অনুপযোগী অবস্থায় পরিণত হয়েছে। কোনো সর্তকতা চিহ্ন না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, যা নজর এড়াচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, অপরিকল্পিতভাবে বসানো পাইপ ও অযোগ্য ব্যবস্থাপনার কারণে প্রকল্পটি কার্যকারিতা হারাচ্ছে এবং জনগণের দৈনন্দিন যাতায়াত ও জীবনযাত্রাকে জটিল করছে। গেন্ডারিয়া-সূত্রাপুর, দয়াগঞ্জ, ধোলাইখাল, নারিন্দা প্রভৃতি এলাকায় সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে এই দুর্ভোগে পতিত। লোহারপুল থেকে পোস্তগোলা সেনানিবাস পর্যন্ত চলমান সংস্কার কাজ একেবারে দুর্বল ও ফাঁকিবাজি হয়ে পড়েছে, যা স্থানীয়রা তদন্তের দাবি তুলছেন।
জনসাধারণের নিরাপত্তা ও স্বাভাবিক চলাচলের স্বার্থে আশা করা যায়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দ্রুত এ কাজ সম্পন্ন করে সড়কসমূহ খুলে দেবে, যাতে এলাকার মানুষ অবাধে যাতায়াত করতে পারে।
মাহবুবউদ্দিন চৌধূরী
১৭, ফরিদাবাদ-গেন্ডারিয়া,
ঢাকা-১২০৪



