শনিবার, জানুয়ারি ১০, ২০২৬
হোমবিনোদনঅন্যান্যপ্রকাশ্যে লিজা’র ‘আমরা সবাই বাংলাদেশ’

প্রকাশ্যে লিজা’র ‘আমরা সবাই বাংলাদেশ’

বিনোদন প্রতিবেদক

সম্পর্কিত সংবাদ

এই প্রজন্মেও সঙ্গীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। লিজা এবার শীর্ষ দশ থেকে ছয়জন শিল্পীকে সঙ্গে নিয়ে একটি দেশের গান করেছেন। গানের শিরোনাম ‘আমরা সবাই বাংলাদেশ’। গানটি লিখেছেন কবির বকুল, সুর করেছেন ইমন সাহা।

গানের মূল শিল্পী লিজা। তার সঙ্গে এই গানের কন্ঠ দিয়েছেন ইয়াং স্টার-এর অরিন্দল অন্তর, অনিক সুত্রধর, জাহিদ অন্তু, দীপান্তিতা সিঁথি, অঙ্কিতা মল্লিক ও আদিবা কামাল। ‘লিজা’ ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পায়। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রাজ বিশ্বাস শংকর। গানটির মিউজিক ভিডিওতে লিজা’সহ অন্যান্য শিল্পীদের সঙ্গে যুক্ত হয়েছেন কবির বকুল ও ইমন সাহা।

গানটি প্রসঙ্গে ইমন সাহা বলেন,‘ সত্যি বলতে কী এর আগেও আমি অনেক দেশের গান করেছি। কিন্তু এই গানের কথা একটু আলাদা, আলাদা এ কারণেই যে অল্পতে এই গানে অনেক কিছু বুঝানো হয়েছে। কথার কারণে সুরটা একটু চ্যালেঞ্জিং ছিলো যে কথার পারফেক্ট সুরটা আমি করতে পারবো কী না। আশা রাখছি সবাই গানটি পছন্দ করবে।’ লিজা বলেন,‘ যেহেতু আমি আরটিভি ইয়াং স্টারের বিচারক হিসেবে কাজ করেছিলাম, তাই আমার নিজেরই দায়িত্ববোধের জায়গা থেকে ইংয়াং স্টারের মেধাবী এই ছয়জন শিল্পীকে নিয়ে গানটি করা। আশা করছি দেশের জন্য উৎসর্গকৃত এই গান সবাই আগ্রহ নিয়ে শুনবেন, ভালোলাগবে বকুল ভাইয়ের লেখা, ইমন দাদার সুর আর আমাদের গায়কী।’

সম্প্রতি

আরও খবর