জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ‘আমলাতান্ত্রিক দখলদারিত্বে জিম্মি হয়ে পড়েছে’ বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। শনিবার,(১৩ ডিসেম্বর ২০২৫) সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংস্থাটি এ অবস্থান তুলে ধরে। আমলাতন্ত্রের সমালোচনা করে বিবৃতিতে বলা হয়, সরকারের প্রভাবের বাইরে থেকে একটি স্বাধীন ও কার্যকর মানবাধিকার কমিশন গঠনের যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা কার্যত ধূলিস্যাৎ হয়েছে। অধ্যাদেশ প্রণয়ন প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত অংশীজনদের অন্ধকারে রেখে বাছাই কমিটিতে মন্ত্রিপরিষদ সচিবকে অন্তর্ভুক্ত করাকে সংস্কারবিরোধী আমলাতন্ত্রের কর্তৃত্ববাদী চর্চারই বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।
টিআইবি’র নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশের গেজেটে টিআইবিসহ অংশীজনরা আশান্বিত হয়েছিলেন যে, আমলাতন্ত্রের দীর্ঘদিনের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে কমিশনটি আন্তর্জাতিক মান ও জনপ্রত্যাশা অনুযায়ী গঠিত হওয়ার সুযোগ তৈরি হবে। কিন্তু মাত্র এক মাসের মধ্যে গত ৮ ডিসেম্বর বাছাই কমিটিতে যে পরিবর্তন আনা হয়েছে, তাতে সেই সম্ভাবনাকেই সরকারি নিয়ন্ত্রণের হাতিয়ারে পরিণত করা হয়েছে।
‘এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং মানবাধিকার কমিশনসহ বিভিন্ন সাংবিধানিক ও আইনি প্রতিষ্ঠানের অকার্যকরতার পেছনে দীর্ঘদিনের সরকারি প্রভাব বজায় রাখার ষড়যন্ত্রের ধারাবাহিকতা।’ তিনি বলেন,‘বাছাই কমিটির ওপর এ আমলাতান্ত্রিক জবরদখল এবং সরকারের তা মেনে নেয়া চরম হতাশাজনক। এই সংশোধনের মাধ্যমে নিষ্ঠুর, অমানবিক বা লাঞ্ছনাকর আচরণ প্রতিরোধে জাতীয় প্রতিরোধ ব্যবস্থা বিভাগ প্রতিষ্ঠার যে প্রশংসনীয় বিধান যুক্ত করা হয়েছে, তাও কার্যত অর্থহীন হয়ে পড়েছে। কারণ, কেবল বাছাই কমিটিতে মন্ত্রিপরিষদ সচিবের অন্তর্ভুক্তিই কমিশনের স্বাধীনতা, নিরপেক্ষতা ও কার্যকরতার সব সম্ভাবনা নস্যাৎ করার জন্য যথেষ্ট।’
কমিশনের আদেশ প্রতিপালনে ব্যর্থ হলে গৃহীত পদক্ষেপ কমিশনকে অবহিত করার বাধ্যবাধকতার পরিবর্তে ‘অবহিত করা যাইবে’ প্রতিস্থাপন করার মতো আরও কিছু বিধান সংযোজন করার ফলে অধ্যাদেশটির মাধ্যমে প্রত্যাশিত সব ইতিবাচক সম্ভাবনা পদদলিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন ইফতেখারুজ্জামান। কমিটিতে মন্ত্রিপরিষদ সচিবের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত বাতিল করে নতুন করে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশটি ঢেলে সাজানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানায় টিআইবি।



