সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
হোমখবররাজনীতিহাদিকে গুলি ‘পরিকল্পিত ও ষড়যন্ত্রের অংশ’, সারাদেশে বিএনপির বিক্ষোভ

হাদিকে গুলি ‘পরিকল্পিত ও ষড়যন্ত্রের অংশ’, সারাদেশে বিএনপির বিক্ষোভ

সংবাদ অনলাইন রিপোর্ট

সম্পর্কিত সংবাদ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলির প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। একই সঙ্গে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিও জানান দলটির নেতাকর্মীরা। এসব সমাবেশে নেতারা বলেন, হাদির ওপর হামলা পরিকল্পিতভাবে চালানো হয়েছে। এটি ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে ‘গভীর ষড়যন্ত্রের’ অংশ।

তারা নির্বাচনের প্রার্থী ও জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। গতকাল শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে ওসমান হাদিকে গুলি করা হয়। চলন্ত রিকশায় থাকা অবস্থাতেই মোটরসাইকেলের পেছনে বসা আঁততায়ী তাকে লক্ষ্য করে একটি গুলি ছোঁড়ে, যেটি তার মাথায় লাগে। গুলিবিদ্ধ হওয়ার পর হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে মস্তিস্কে একটি অস্ত্রপচার শেষে খুলি খুলে রেখে তাকে পাঠানো হয় বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে। বর্তমানে সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার চিকিৎসা চলছে। হাদির জীবন সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

জামালপুরে বিএনপির

বিক্ষোভ মিছিল

ওসমান হাদি এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা। শনিবার,(১৩ ডিসেম্বর ২০২৫) দুপুরে স্থানীয় রেলগেইট পাড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে দয়াময়ী চত্বর গিয়ে শেষ হয়। সেখানে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক সজিব খান, জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসান সরোয়ার মনজু। বিএনপির নেতারা অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান।

‘হামলা গভীর ষড়যন্ত্রের অংশ’

হাদিকে গুলির ঘটনার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। শনিবার সকালে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বর মুক্তমঞ্চে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে দ্রুত হামলাকারীকে গ্রেপ্তারের দাবি জানিয়ে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে গুপ্ত হত্যাচেষ্টাকারীদের গ্রেপ্তার করতে হবে। হাদির ওপর হামলা গভীর ষড়যন্ত্রের অংশ। হামলাকারীকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে।’ এছাড়া বিক্ষোভ মিছিল থেকে গত ৫ নভেম্বর গণসংযোগ চলাকালে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্ল্যাহর ওপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি করা হয়।

‘ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা’

হাদি ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ গুলিবিদ্ধের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে। শনিবার সকালে ডিসি-এসপি সড়ক থেকে বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সভায় বক্তব্য দেন বিএনপির অর্থনৈতিকবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি জহিরুল হক খোকন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ।

খালেদ হোসেন মাহবুব শ্যামল গুলির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ‘হাদির ওপর যে হামলা হয়েছে তাকে কেন্দ্র করে একটি চক্র ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। এই চক্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে।’ এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, এ বি এম মোমিনুল হক, অ্যাডভোকেট আানিছুল ইসলাম মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, মো. মনির হোসেন, মাইনুল হোসেন চপল, সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান শাহীন, সদর উপজেলা বিএনপির সভাপতি তারিকুল ইসলাম খান রুমা, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, মহিলা দলের সাধারণ সম্পাদক শামীমা বাসির স্মৃতি, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাহউদ্দিন, জেলা জেলা শ্রমিক দলের সভাপতি হেবজুল বারী, সাধারণ সম্পাদক মো. মোস্তফা মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, ইয়াছিন মাহমুদ।

# কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল

হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। শনিবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি কার্যালয়সংলগ্ন ঈদগাহ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সেটি কলেজ মোড় হয়ে দোয়েল চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, যুবদল সভাপতি রায়হান কবির ও ছাত্রদল সভাপতি আমিমুল ইহছান। বক্তারা ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

# ‘গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত’

হাদিকে গুলির প্রতিবাদ এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। শনিবার দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড় হয়ে হামারবাড়ী এলাকায় গিয়ে শেষ হয়। এর আগে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, জেলা যুবদলের সভাপতি আনিসুর রহমান আনিছ, সাধারণ সম্পাদক আসান আলী।

অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, ‘ওসমান হাদির ওপর হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।’ বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক ভিন্নমত দমন করতেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।

হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে তারা বলেন, তা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

# ‘হামলার দায়ভার সরকার এড়াতে পারবে না’

হাদিকে গুলির ঘটনার প্রতিবাদ ও দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল। শনিবার দুপুর পৌনে ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে প্রক্টর অধ্যাপক মো. মোখলেছুর রহমান বলেন, ‘ওসমান হাদির কথা ও কাজে আমি কখনো পার্থক্য দেখি নাই। উনি যা বলেছেন, তা করে দেখিয়েছেন। রাষ্ট্রের মৌলিক দায়িত্ব, জনগণের মৌলিক অধিকার, রাষ্ট্র তাকে নিরাপত্তা দেবে। বর্তমান সরকার অনেক ভালো কাজ করলেও জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।’

‘আমরা হাদির ওপর হামলার ঘটনার সুবিচার চাই। একই সঙ্গে ভবিষ্যতে যেন হাদির মতো কেউ হামলার শিকার না হয়, সেটাও সরকারকে দায়িত্ব নিয়ে করতে হবে।’ শাকসু নির্বাচন কমিশনের মুখপাত্র অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ‘যারা জুলাই আন্দোলন করেছে, তাদের ওপর হামলা হওয়ার কথা আগেই থেকেই ছিল। কিন্তু তাদের রাষ্ট্র নিরাপত্তা না দিয়ে বরং হামলার সম্মুখীন করা হলো। সরকার এ হামলার দায়ভার এড়াতে পারবে না।’

‘স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি, আপনি অতিসত্বর জুলাই বিপ্লবীদের নিরাপত্তার ব্যবস্থা করুন। কারণ এই রাষ্ট্রের টিকে থাকার জন্য, এই রাষ্ট্রের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হাদিদের দরকার। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা দুর্বল নই। এক-দুজন হাদিকে মেরে ফেললেও আমরা লাখ লাখ হাদি আছি।’ সাদা দলের সদস্য সচিব অধ্যাপক মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন- সাদা দলের আহ্বায়ক অধ্যাপক এছাক মিয়া, সহকারী প্রক্টর অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাজিক মিয়া।

# সিরাজগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

হাদির ওপর গুলির প্রতিবাদে সিরাজগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। শনিবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের ইবি রোডের জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাজার স্টেশনে গিয়ে শেষ হয়। মিছিলের আগে সমাবেশে বক্তব্য দেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ, মুন্সি জাহিদ আলম ও সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট। বক্তারা অবিলম্বে ওসমান হাদি ও চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর ওপর গুলি বর্ষণকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। এছাড়া একই দাবিতে শাহজাদপুর, বেলকুচি ও উল্লাপাড়া উপজেলায় মিছিল-সমাবেশ করেছেন দলের নেতাকর্মীরা।

# ‘নির্বাচন ব্যাহত করতেই হামলা’

হাদিকে গুলির ঘটনার প্রতিবাদে ঢাকার ধামরাইয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। শনিবার দুপুরে উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে যাত্রাবাড়ী মাঠে গিয়ে শেষ হয়। সমাবেশে বিএনপির এক নেতা বলেন, ‘ওসমান হাদির ওপর হামলার ঘটনাটি পরিকল্পিত। জাতীয় সংসদ নির্বাচনকে ব্যাহত করতেই এই হামলা চালানো হয়েছে। দ্রুত হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানাই।’ এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিনের নির্দেশে এ কর্মসূচি হয়। এতে বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

# ‘যারাই জড়িত থাকুক আইনের আওতায় আনতে হবে’

হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে নওগাঁয় বিএনপি, এনসিপি ও এবি পার্টি শহরে বিক্ষোভ করেছে। শনিবার দুপুরে শহরের মুক্তির মোড়ে হামলাকারীকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করে এনসিপি ও এবি পার্টি। এতে এনসিপি নেতা মাহবুব আলম সোহাগ এবং এবি পার্টির জেলা আহ্বায়ক কাজী আতিকুর রহমান বক্তব্য দেন। অন্যদিকে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নওজোয়ান মাঠে গিয়ে শেষ হয়।

সেখানে সমাবেশে বক্তব্য দেন- জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, জেলা যুবদলের সভাপতি মাসুদ হায়দার টিপু। এতে আরও উপস্থিত ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রাথী জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর-ই আলম মিঠু, খায়রুল ইসলাম গোল্ডেন, সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, পৌর বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমান। জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, ‘হাদিকে গুলি করে হত্যাচেষ্টাকারীকে অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির মুখোমুখি করতে হবে। এই ঘটনার সঙ্গে যারাই জড়িত থাক না কেন, তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে।’

সম্প্রতি

আরও খবর